In Pics: নিয়মিত ঢেঁড়শ খান তো? না খেলে আজ থেকেই খাওয়া শুরু করুন
Last Updated:
In Pics: নিয়মিত ঢেঁড়শ খান তো? না খেলে আজ থেকেই খাওয়া শুরু করুন
advertisement
1/8

বেচারা ঢেঁড়শের খুব কষ্ট! কেউ কোনও কাজ না পারলেই, 'ঢেঁড়শ' বলে গাল দেওয়া হয়! অথচ, ঢেঁড়শের গুণের শেষ নেই! সু্স্থ থাকতে রোজকার ডায়েটে ঢ্যাঁড়স থাকা মাস্ট! Photo Source: pixabay
advertisement
2/8
ঢেঁড়শে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, বি এবং সি। আয়োডিনের অভাবে সৃষ্ট গলগণ্ড, মস্তিষ্ক ও হৎপিণ্ডের দুর্বলতা প্রতিরোধে ঢেঁড়শের তরকারি বা ঢেঁড়শ সেদ্ধ খুব উপকারী। Photo Source: pixabay
advertisement
3/8
ঢেঁড়শ হাই-ব্লাড প্রেশার, অবসাদ, ওজন কমায়। দেখবেন, নিয়মিত ঢেঁড়শ খেলে মন কেমন ফুরফুরে থাকবে! এনার্জিরও খামতি হবে না। Photo Source: pixabay
advertisement
4/8
রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকলে, কালোজামের বীজ গুঁড়ো করে, ৩-৪টে কচি ঢেঁড়শের সঙ্গে সেদ্ধ করে ক'দিন খেলেই ব্লাড সুগার কমে যায়। Photo Source: pixabay
advertisement
5/8
কোষ্ঠকাঠিন্য দূর করতে ঢেঁড়শ খুব উপকারি। Photo Source: pixabay
advertisement
6/8
সর্দি ও খুসখুসে কাশি হলে, বীজ ফেলে দিয়ে কয়েকটা কাঁচা ঢেঁড়শ রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখুন। ৫-৬ গ্রাম ঢেঁড়শের শুকনো গুঁড়ো আর চিনি মিশিয়ে খেলে, অল্প সময়ের মধ্যেই উপকার পাবেন। Photo Source: pixabay
advertisement
7/8
ঢেঁড়শ সেদ্ধ প্রস্টেট গ্ল্যান্ডের ক্ষরণ কমায়। Photo Source: pixabay
advertisement
8/8
১ গ্লাস জলে ২-৩টে ঢেঁড়শ সারারাত ভিজিয়ে রাখুন। সকালে খালিপেটে ওই জলটা খেলে ডায়াবিটিস ও প্রেশারের রোগীরা উপকার পাবেন। দেখবেন, জীবনটা পুরো পালটে গিয়েছে। Photo Source: pixabay