Healthy Lifestyle: দুধের মেশান এই এক টুকরো লাল রংয়ের জিনিস... এক নিমেষেই আসবে ঘুম, ধারে কাছে ঘেঁষবে না বদহজম
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle: এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি-এর মতো উপাদান।
advertisement
1/14

দুধে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট থাকে। এই কারণেই নিয়মিত দুধ পান করলে ওজন দ্রুত বৃদ্ধি পায় এবং এর প্রভাব কিছু দিনের মধ্যেই বোঝা যায়।
advertisement
2/14
তবে দুধে যদি মিশিয়ে দেন একটুকরো কেশর, তাহলে তার কামাল কিন্তু হবে অভাবনীয়।
advertisement
3/14
হজম শক্তি বাড়াতে বহুদিন ধরে চলে আসছে কেশর দুধ।
advertisement
4/14
দুধে থাকা ক্যালসিয়াম মস্তিষ্কে সিরোটোনিনের ক্ষরণ বাড়ায়৷ ফলে আমাদের রিল্যাক্স করতে সাহায্য করে৷ ঘুম আসে৷
advertisement
5/14
কেশরে উপস্থিত সেরোটনিন ভাল ঘুম আনে। কেশর দুধ শিশুদের জন্যও মারাত্মক উপকারী।
advertisement
6/14
এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি-এর মতো উপাদান।
advertisement
7/14
advertisement
8/14
advertisement
9/14
advertisement
10/14
নিয়মিত এটি সেবন করলে এড়ানো সম্ভব মানসিক অবসাদ।
advertisement
11/14
জাফরানে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা হতে পারে ক্যানসারের প্রতিরোধক।
advertisement
12/14
চটজলদি মুড ভাল করতে মুশকিল আসান জাফরানের আর এক নাম ‘সানশাইন স্পাইস’৷ ঝলমলে সূর্যের আলোর মতোই মন ভাল করে দেয় জাফরান৷
advertisement
13/14
advertisement
14/14
(সতর্কীকরণ: প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: দুধের মেশান এই এক টুকরো লাল রংয়ের জিনিস... এক নিমেষেই আসবে ঘুম, ধারে কাছে ঘেঁষবে না বদহজম