Health Benefits: ওজন কমাতে স্যালাড-ই ভরসা! তবে ভুল সময় খেলে হতে পারে বড় বিপদ! জানুন সঠিক নিয়ম
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
খাবারের মধ্যে প্রোটিন, ভিটামিন, খনিজ এসব যাতে ঠিক পরিমাণে থাকে সেদিকেও খেয়াল রাখা জরুরি। স্যালাডের একটি সহজ রেসিপি যা ওজনও কমাবে আবার পেটও ভরাবে।
advertisement
1/6

ওজন কমাতে হলে শরীরচর্চার পাশাপাশি নজর দিতে হবে খাওয়া-দাওয়াতেও। অতিরিক্ত তেল-মশলা খাবার থেকে দিতে হবে।
advertisement
2/6
খাবারের মধ্যে প্রোটিন, ভিটামিন, খনিজ এসব যাতে ঠিক পরিমাণে থাকে সেদিকেও খেয়াল রাখা জরুরি। স্যালাডের একটি সহজ রেসিপি যা ওজনও কমাবে আবার পেটও ভরাবে।
advertisement
3/6
Right Time to Eat Salad: কখন স্যালাড খাবেন ? জেনে নিন এর সঠিক সময়তবে, স্যালাড খাওয়া নিয়ে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে যে কখন এবং কীভাবে খাওয়া উচিত যাতে শরীর সর্বাধিক উপকার পেতে পারে।
advertisement
4/6
কোনও খাবারের সঙ্গে স্যালাড না খাওয়াই ভাল। ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে যে সময়টা থাকে ওই সময়টা স্যালাড খাওয়ার উপযুক্ত সময়।
advertisement
5/6
বিশেষজ্ঞদের মতে, দুপুরের খাবার কিংবা রাতের খাবার খাওয়ার অন্তত আধঘণ্টা থেকে এক ঘণ্টা আগে স্যালাড খাওয়া দরকার। এর পরে লাঞ্চ বা ডিনার করা প্রয়োজন।
advertisement
6/6
বাড়িতে বানানো স্যালাড আপনি দুপুরে বা রাতে খাওয়ার আগে খেতে পারেন শুধু বা পাউরুটি দিয়ে। ওজনও কমবে সেই সঙ্গে পেটও ভরবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Benefits: ওজন কমাতে স্যালাড-ই ভরসা! তবে ভুল সময় খেলে হতে পারে বড় বিপদ! জানুন সঠিক নিয়ম