ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, চুল আর ত্বকের সমস্যাও দূর হবে; শুধু নিয়মিত সেবন করতে হবে এই ওষুধটি
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
এই প্রতিবেদনে এমন একটি ওষুধের খোঁজ দেওয়া হল, যা ব্যবহার করলে সহজেই কয়েক ডজন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
advertisement
1/5

Report: Asish Bagpat: বর্তমান সময়ে সবাই সুস্থ থাকতে চান। কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হয় না। প্রতিদিন ওষুধ খাওয়ার পরেও কোনও না কোনও নতুন সমস্যা দেখা দিতে থাকে। তাই আজকের প্রতিবেদনে এমন একটি ওষুধের খোঁজ দেব, যা ব্যবহার করলে সহজেই কয়েক ডজন রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আমরা কথা বলছি বিজয়সারের বিষয়ে।
advertisement
2/5
এটি একটি অলৌকিক আয়ুর্বেদিক ওষুধ। যা ব্যবহার করলে কয়েক ডজন রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। বিজয়সার ডায়াবেটিস রোগীদের দ্রুত আরাম দেয় এবং চুলের সমস্যাও দূর করে। আসলে পেটের সমস্যা তথা স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যা দ্রুত নিরাময়ে কাজ করে এটি।
advertisement
3/5
সব মিলিয়ে বলা যেতে পারে যে, নিজেকে দীর্ঘ সময় সুস্থ রাখার জন্য এটি সেবন করা যেতে পারে। আয়ুর্বেদিক চিকিৎসক ডা. সরফরাজ আহমেদ Local 18-কে বলেন যে, বিজয়সার এমন একটি ওষুধ, যা শরীরের আশ্চর্যজনক উপকার করে। এর ব্যবহারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দ্রুত নিরাময় হয়। সেই সঙ্গে চুল সংক্রান্ত সমস্যা নিরাময়েও এটি খুবই উপকারী প্রমাণিত হয়েছে।
advertisement
4/5
ডায়াবেটিস রোগীদের এটি সেবন করা উচিত। কারণ এটি দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এটি শরীরে রক্তের ঘাটতি দূর করে। আর ডায়রিয়ার মতো গুরুতর সমস্যা নিরাময়েও তা সহায়ক। ডা. সরফরাজ আহমেদ বলেন যে, এটি ত্বক সংক্রান্ত সমস্যা দ্রুত নিরাময় করে এবং ত্বককে উজ্জ্বল করতেও কাজ করে। এছাড়া পেটে থাকা কৃমি দূর করে পেটের সমস্যা দূর করে এই বিজয়সার। এমনকী, সবচেয়ে গুরুতর লিভারের সমস্যা দূর করতেও এটি অত্যন্ত উপকারী।
advertisement
5/5
এটি ব্যবহার করার উপায়ও বাতলে দিলেন ডা. সরফরাজ আহমেদ। বিজয়সারের গুঁড়ো বা চূর্ণ প্রচুর পরিমাণে পাওয়া যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, নিয়মিত সকালে এবং সন্ধ্যায় দুধ ও জলের সঙ্গে মিশিয়ে বিজয়সারের গুঁড়ো খেতে পারেন। এভাবে সেবন করলে দ্রুত ভাল ফল পাওয়া যেতে পারে। আর স্বাস্থ্যও থাকে তরতাজা। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, চুল আর ত্বকের সমস্যাও দূর হবে; শুধু নিয়মিত সেবন করতে হবে এই ওষুধটি