TRENDING:

Health benefits of raw jackfruit : কুটতে সময় লাগে বলে এঁচোড় কেনেন না? অজান্তেই হারাচ্ছেন অঢেল উপকারিতা

Last Updated:
advertisement
1/7
কুটতে সময় লাগে বলে এঁচোড় কেনেন না? অজান্তেই হারাচ্ছেন অঢেল উপকারিতা
গরমে কাঁঠাল পাকার আগে বাঙালি রসনায় রাজত্ব করে যায় এঁচোড়৷ ফাল্গুন চৈত্রের ঝিরঝিরে দখিনা বাতাসে ভালই লাগে ভাতের সঙ্গে তেলমশলায় জারিত এঁচোড়ের ডালনা৷ সঙ্গে যদি থাকে কুচো চিংড়ির স্বাদ, তাহলে তো আর কথাই নেই৷ (Health benefits of raw jackfruit)
advertisement
2/7
স্বাদের পাশাপাশি এঁচোড় গুণেরও আধার৷ দেখে নিই আমাদের শরীরকে কীভাবে সুস্থ রাখে এঁচোড়৷
advertisement
3/7
এঁচোড়ে আছে ভিটামিন এ৷ দৃষ্টিশক্তি ভাল রাখে এই উপাদান৷ রেটিনার ক্ষতি রোধ করার পাশাপাশি চোখের সার্বিক স্বাস্থ্যেরও খেয়াল রাখে৷
advertisement
4/7
এঁচোড়ের ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে৷ এর অ্যান্টি অক্সিড্যান্ট দূর করে ক্যানসার ও টিউমারে আক্রান্ত হওয়ার ঝুঁকি৷ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রিত হয়ে হৃদযন্ত্রও সুস্থ থাকে৷
advertisement
5/7
হজমশক্তি বাড়িয়ে পেটে্র স্বাস্থ্য ভাল রাখে এঁচোড়৷ অ্যান্টি অক্সিড্যান্ট বলিরেখা কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে৷
advertisement
6/7
আয়রনের উপস্থিতির কারণে রক্তাল্পতা রোগীদের ডায়েটেও এঁচোড় থাকা দরকার৷
advertisement
7/7
এঁচোড়ের ক্যালসিয়াম মজবুত করে হাড়ের গঠনকে৷ অর্শ ও কোলন ক্যানসারের ঝুঁকিও কমায় এই ফল তথা সব্জি৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health benefits of raw jackfruit : কুটতে সময় লাগে বলে এঁচোড় কেনেন না? অজান্তেই হারাচ্ছেন অঢেল উপকারিতা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল