Health Benefits Of Mushroom: মাশরুমে আছে রোগ মুক্তির জাদু-মন্ত্র! কোন কোন রোগে ম্যাজিকের মতো কাজ করে, জেনে নিন!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Health Benefits Of Mushroom: ভাবতেও পারবেন না, মাশরুম একা এত গুলো রোগ থেকে শরীরকে রক্ষা করে। নিয়মিত মাশরুম খেলে ঘটতে পারে মিরাকেল। জানুন
advertisement
1/5

মাশরুমে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-অক্সিডেন্টসহ নানা গুরুত্বপূর্ণ উপাদান । মাশরুম খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। জেনে নিন কোন কোন অসুখ নিয়ন্ত্রণে রাখে মাশরুম! photo source collected
advertisement
2/5
মাশরুমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা রক্তশূন্যতাজনিত সমস্যা দূর করতে পারে।মাশরুম রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। photo source collected
advertisement
3/5
অ্যান্টি-অক্সিডেন্ট পলিফেনল ও সেলেনিয়াম রয়েছে মাশরুমে। যা স্ট্রোক,নার্ভের রোগ এবং ক্যানসার থেকে শরীরকে রক্ষা করতে সহায়তা করে। photo source collected
advertisement
4/5
ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকায় হাড়ের শক্তি বৃদ্ধিতে ও গাঁটের ব্যথা কমাতে মাশরুমের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।ভিটামিন ডিও রয়েছে মাশরুমে। যা ত্বক থেকে শরীরের হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। photo source collected
advertisement
5/5
কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান এরিটাডেনিন, লোভাস্ট্যাটিন, এনটাডেনিন, কাইটি রয়েছে মাশরুমে। তাই মাশরুমকে খাদ্য তালিকায় রাখলে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Benefits Of Mushroom: মাশরুমে আছে রোগ মুক্তির জাদু-মন্ত্র! কোন কোন রোগে ম্যাজিকের মতো কাজ করে, জেনে নিন!