TRENDING:

Fairness Cream: ক্রিম মেখে কি সত‍্যিই ফর্সা হওয়া যায়? বিজ্ঞাপণের ফাঁদে পা দিয়ে সর্বনাশ করছেন না তো? বিশেষজ্ঞের পরামর্শ জেনে নিন

Last Updated:
Fairness Cream: বাজারে দেদার বিকোচ্ছে চীনা ফেয়ারনেস ক্রিম, যা ব্যবহারের ফলে চর্মরোগ এবং কিডনির মারণ রোগ মেমব্রানাস নেফ্রোপ্যাথি বাড়ছে। ফর্সা হওয়ার এই প্রবণতা জনস্বাস্থ্য সংকট তৈরি করছে বলে চিকিৎসকরা সতর্ক করছেন।
advertisement
1/6
ক্রিম মেখে কি সত‍্যিই ফর্সা হওয়া যায়? বিজ্ঞাপণের ফাঁদে পা দিয়ে সর্বনাশ করছেন না তো?
বর্তমান সময়ে দাঁড়িয়ে সুন্দর দেখাটা হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। শরীরের রং ফর্সা হলেই তিনি সুন্দর অথবা সুন্দরী। গায়ের রং নিয়ে এই চিন্তা ধারণার কারণে চিনে তৈরি ফেয়ারনেস ক্রিমে ছেয়ে গিয়েছে পুরো বীরভূম। কিন্তু ফর্সা ত্বক আর সুন্দর দেখতে গিয়ে যে শরীরের বারোটা বাজছে তা ভেবে দেখছেন না কেও। চিনা ফেয়ারনেস ক্রিম ব্যবহারে বাড়ছে চর্মরোগ। যা ধীরে ধীরে রূপ নিচ্ছে মারণ রোগের। ইদানীং ত্বকের নানা সমস্যা, ঘা নিয়ে ভুক্তভোগী রোগীর সংখ্যা বাড়ছে বলে দাবি চিকিৎসক মহলের একাংশের।
advertisement
2/6
বোলপুরের এক চর্মরোগ বিশেষজ্ঞ কৌশিক শংকর গুপ্ত জানান সাময়িক এই সৌন্দর্য যে কত রোগ ডেকে আনতে পারে, এই ক্রিমগুলো যে কীভাবে শরীরের ক্ষতি করছে, তা চিন্তার বাইরে অনেকের। আর সেই কারণে এই ধরণের ক্রিম ব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
advertisement
3/6
রামপুরহাটে,বোলপুর,সিউড়ি বিভিন্ন জায়গায় চোখ বোলালেই দেখা মিলছে বিউটি পার্লারের। কলকাতা থেকে কিছু যুবতী সেই সমস্ত পার্লারে কাজ করছেন। অন্যদিকে তাঁদের কাছে শিখে এই পেশায় নামছেন গ্রামগঞ্জের মেয়েরা। সেই সমস্ত মেয়েরা গ্রাম গঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে কালো মেয়েকে সাজিয়ে করে তুলছেন ফর্সা।
advertisement
4/6
তাঁদের রূপবতী করে তুলতে গছিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন বেকোম্পানির চিনা ক্রিম। আর সেই সব ক্রিম এর চাহিদা থাকায় গ্রামগঞ্জের বিভিন্ন মুদিখানার দোকানেও দেদার বিক্রি হচ্ছে এইসব ক্রিম। কারণ, এইসব ক্রিম মেখে দ্রুত ফর্সা হয়ে উঠছেন মহিলারা। তবে নিয়মানুযায়ী, এই সমস্ত ক্রিম বিক্রি করার জন্য নির্দিষ্ট লাইসেন্স লাগে। এমনকি বিভিন্ন ওষুধের দোকানদাররাও সেই লাইসেন্স ছাড়া এই ধরনের ক্রিম বিক্রি করতে পারেন না।
advertisement
5/6
কিন্তু সেই সমস্ত কথার তোয়াক্কা না করে দেদার বিক্রি হচ্ছে এই সমস্ত চিনা ক্রিম। যার বাজারও বেশ ভাল। তবে ত্বক ফর্সা করার জন্য এই সব ফেয়ারনেস ক্রিম ব্যবহারের কারণে দিনের পর দিন ধরে চর্ম রোগীর সংখ্যা বাড়ছে। হঠাৎ করে ব্যবহার বন্ধ করলে ত্বক আরও কালো হচ্ছে। শুধু তাই নয়, ফেয়ারনেস ক্রিমের ক্রমবর্ধমান ব্যবহারে মেমব্রানাস নেফ্রোপ্যাথি বেড়েই চলেছে।
advertisement
6/6
এটি এমন একটি রোগ যা সরাসরি কিডনি ফিল্টারকে আঘাত করে এবং ক্ষতিগ্রস্ত করে। এমএন হল একটি অটোইমিউন রোগ যার ফলে নেফ্রোটিক সিনড্রোম হয়। এটি এমনই একটি কিডনি ব্যাধি যা প্রস্রাবের মাধ্যমে অত্যধিক প্রোটিন নির্গত করে দেয়। চিকিৎসকদের মতে, এই ক্রিম শুধু ত্বক বা কিডনির স্বাস্থ্যের সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য সংকটও। তাই বিশেষজ্ঞদের তরফ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে এই সমস্ত ক্রিম ব্যবহার না করার জন্য। (তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fairness Cream: ক্রিম মেখে কি সত‍্যিই ফর্সা হওয়া যায়? বিজ্ঞাপণের ফাঁদে পা দিয়ে সর্বনাশ করছেন না তো? বিশেষজ্ঞের পরামর্শ জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল