TRENDING:

Health: পাইলস থেকে মুক্তি, ইতি সর্দি-কাশিরও! জংলা ভাবা এই গাছের পাতা একবার ব্যবহার করে দেখুন

Last Updated:
Health: কুকরৌন্ধা এমন একটি উদ্ভিদ যা দেশের সর্বত্র পাওয়া যায়। এটি কেবল খামার, শস্যাগার এবং জঙ্গলেই নয়, বাড়ির আশেপাশের খালি জমিতেও পাওয়া যায়।
advertisement
1/7
পাইলস থেকে মুক্তি, ইতি কাশিরও! জংলা ভাবা এই পাতা একবার ব্যবহার করে দেখুন শুধু
আয়ুর্বেদের অন্যতম পুরোধা চরককে নিয়ে একটা কাহিনি বেশ প্রচলিত। শিক্ষাগুরু একদা শিষ্যদের বলেছিলেন, এমন কোনও গাছ নিয়ে আসতে যা কোনও ওষুধ তৈরির কাজে লাগে না। সব শিষ্যই নিয়ে এসেছিলেন কোনও না কোনও গাছ। কিন্তু চরক জঙ্গল থেকে ফিরেছিলেন খালি হাতে।
advertisement
2/7
বলেছিলেন, এমন কোনও গাছ নেই, যা আয়ুর্বেদের কোনও না কোনও ওষুধ তৈরিতে লাগে না। চরকের সেই উক্তিরই সাক্ষ্য বহন করছে কুকরৌন্ধা, যার নাম অনেকের কাছেই বেশ অজানা।
advertisement
3/7
সত্যি বলতে কী, আমরা অনেকেই কেবল হাতে গোনা কিছু গাছ চিনি, আর জানি কিছু কিছুর নাম। আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে কাজে আসে, ব্যবহারও বহুল, এমনও কিছু ভেষজের নাম আমাদের জানা আছে। কিন্তু কুকরৌন্ধার সঙ্গে তেমন পরিচিতি নেই। অথচ এই কুকরৌন্ধাই ঠান্ডা লাগা, জ্বর, আলসার, অন্ত্রের প্রদাহ, পেটের ক্ষত, পাইলসের মতো গুরুতর রোগের জন্য কার্যকর।
advertisement
4/7
কুকরৌন্ধা এমন একটি উদ্ভিদ যা দেশের সর্বত্র পাওয়া যায়। এটি কেবল খামার, শস্যাগার এবং জঙ্গলেই নয়, বাড়ির আশেপাশের খালি জমিতেও পাওয়া যায়। এই গাছ এক থেকে দেড় ফুট পর্যন্ত লম্বা হয়। এর পাতা আকারে চওড়া ও প্রকারে নরম হয়।
advertisement
5/7
বরাবাঙ্কি জেলা হাসপাতালের আয়ুর্বেদ চিকিৎসক ডা. অমিত ভার্মা বলেন, কুকরৌন্ধা গাছে অনেক অ্যান্টিবায়োটিক গুণ পাওয়া যায়। এ কারণে এটি শরীরের ক্ষত, অন্ত্রের ফোলা ও পাইলসের সমস্যা দূর করে।
advertisement
6/7
কাশি, সর্দি ও মাথাব্যথায়ও সমান উপকারী কুকরৌন্ধা। ডা. অমিত ভার্মা জানিয়েছেন যে, এর পাতার রস ও গুঁড়ো মধুর সঙ্গে ব্যবহার করলে কাশি, সর্দি ও জ্বরে খুব উপকার পাওয়া যায়। এছাড়াও এর পাতার পেস্ট লিভার, শরীরের ক্ষত, দাদ এবং ছত্রাকের সংক্রমণ থেকে মুক্তি দেয়।
advertisement
7/7
শিশুদের জ্বর বা মাথাব্যথা হলে কুকরৌন্ধা পাতার রস বের করে মধু দিয়ে গরম করে বুকে ও কপালে লাগালে উপকার পাওয়া যায়। আর যদি সন্তান একটু বেশি বয়সের হয়, তাহলে তাকে কুকরৌন্ধা পাতার রস মধুর সঙ্গে দিলে জ্বর ও সর্দি থেকে মুক্তি পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health: পাইলস থেকে মুক্তি, ইতি সর্দি-কাশিরও! জংলা ভাবা এই গাছের পাতা একবার ব্যবহার করে দেখুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল