Health Benefits of Hing: ডায়াবেটিস, হাই-প্রেশার থেকে মারণ রোগ দূর করে হিং! সঠিক ব্যবহার জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Health Benefits of Hing: রান্নায় ব্যবহৃত এই মশলা এক চিমটে মেশালেই হবে চমক! রোজ এই মশilo লা মেশানো জল খেলেই পাবেন উপকার
advertisement
1/8

গরম হিংয়ের কচুরি কিংবা ছোলার ডালে হিং ফোড়ন খাবার প্রেমীদের জন্য বড় পছন্দের। খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি নানা রোগব্যাধি সারাতেও হিং ব্যবহার হয়।
advertisement
2/8
হেঁশেলের এই মশলায় ভরপুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট পাওয়া যায়। এছাড়াও এতে রয়েছে ফাইবার, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম এবং কার্বোহাইড্রেট।
advertisement
3/8
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, আয়ুর্বেদ মতে হিংয়ের জল সুস্বাস্থ্যের দাওয়াই হিসেবে পরিচিত। হিং মেশানো জল খেলে শরীরে অনেক লাভ হয়।
advertisement
4/8
হিং মেশানো জল শরীরের বিপাকক্রিয়ার হার বৃদ্ধি করে। হজমের সমস্যায় এই পানীয় দারুণ কার্যকর। কোষ্ঠকাঠিন্য, পেটখারাপ সমস্যায় লাভ দেয় এই হিংয়ের জল।
advertisement
5/8
হিংয়ের জলে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। তাই এই জল খেলে ত্বক উজ্জ্বল হয়। এই জল খেলে ত্বকে ব্রণ ও ফুসকুড়ির সমস্যাও কমে যায় অনেকটাই সহজে।
advertisement
6/8
নিয়মিত হিংয়ের জল খেলে শীতকালে সংক্রমণের ঝুঁকি কমে যায় অনেকটাই। মরসুম বদলের সময় এই হিং মেশানো জল খেলে ফুসফুস ভাল থাকে সহজেই।
advertisement
7/8
ঋতুস্রাবের সময় অনেক মহিলার তলপেটে বেশি যন্ত্রণা হয়। এক্ষেত্রে হিংয়ের জল খেলে দ্রুত আরাম পাওয়া যায়। মাথা ব্যথার জন্যও অনেকটাই আরাম দেয়।
advertisement
8/8
হিং শরীরের রক্ত সঞ্চালনের হার বৃদ্ধি করে। ফলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। এবং হৃদ্রোগের ঝুঁকি কমে। রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে সহজে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Benefits of Hing: ডায়াবেটিস, হাই-প্রেশার থেকে মারণ রোগ দূর করে হিং! সঠিক ব্যবহার জানুন