Health Benefits: এই ঘাষ একাই একশো, রোধ করে পেটের সমস্যা থেকে চুল পড়া
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
পেটের সমস্যা দূর করার পাশাপাশি রক্ত ক্ষরণ বন্ধ করা এবং চুলের জন্য উপকারী দূর্বা
advertisement
1/5

দূর্বা শুধু পুজোয় ব্যবহার হয়, এমন নয়। এই ঘাসের রয়েছে নানা উপকারী গুণ। কোষ্ঠকাঠিন্যর সমস্যা সমাধান থেকে রক্ত ক্ষরণ বন্ধ করতে দারুণ উপকারী দূর্বা।
advertisement
2/5
পেটের জন্য দারুন উপকারি দূর্বা। বিশেষ করে আমাশার সমস্যা থেকে মুক্তি পেতে দূর্বা দারুন কার্যকর। আয়ুর্বেদ মতে রক্ত পিত্ত, মুখ বা শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বার হওয়ার মতো সমস্যা হলে দুর্বার রস ভীষণ কার্যকর।
advertisement
3/5
দূর্বার রস শরীরের রেচনতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করে। ডাক্তারি পরামর্শে দূর্বা ঘাসের রস এবং দুধ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
advertisement
4/5
দূর্বার রস নারকেল তেলের সঙ্গে ব্যবহার করলে চুল ভাল থাকে। দূর্বা চুল পড়া রোধ করে।
advertisement
5/5
অভিজ্ঞ চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, কোনও কারণে শরীরে ক্ষত সৃষ্টি হয়ে রক্তপাত হলে, হাতের কাছে দূর্বার থেকে ভাল হিমোস্টেটিক বা রক্ত রোধ করার ওষুধ নেই। যার আঘাত লেগেছে সে দূর্বা চিবিয়ে ক্ষতস্থানে লাগালেই মুহূর্তে রক্ত পরা বন্ধ হবে।