আপনার স্যানিটাইজারে এই বিষাক্ত রাসায়নিক নেই তো? ৩ জনের মৃত্যু, একজন আজীবন দৃষ্টিহীন
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সেই রাসায়নিকে বমি ভাব, ক্লান্তি, স্থায়ী দৃষ্টিহীন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বিকলের মতো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে৷ এমনকী মৃত্যুও ঘটতে পারে৷ তাই হ্যান্ড স্যানিটাইজার কেনার সময় কী কী উপাদান ওই স্যানিটাইজারে রয়েছে, তা দেখে নেওয়া দরকার৷
advertisement
1/6

গোটা বিশ্ব করোনায় বিধ্বস্ত৷ গত বছরের ডিসেম্বরে যে মহামারি চিনের শহর ইউহানে শুরু হয়েছিল, তারপরের ৬ মাস ভয়াবহ৷ এখনও যা চলছে৷ করোনাকে রুখতে বারবার সাবান বা অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজারে হাত ধোওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ কিন্তু এই আপাত নিরীহ হ্যান্ড স্যানিটাইজারও জীবনে মারাত্মক বিপদ ঘনিয়ে আনতে পারে৷
advertisement
2/6
যত দিন না করোনার ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, ততদিন সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত পরিষ্কার রাখা জরুরি৷ কিন্তু সম্প্রতি একটি রিপোর্টে রীতিমতো শিউরে উঠতে হয়৷
advertisement
3/6
রিপোর্টে জানা গিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে তিন জনের মৃত্যু হয়েছে৷ আরও তিন জন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন৷ একজন আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন৷ ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো-তে৷ স্বাস্থ্য দফতর জানিয়েছে, হ্যান্ড স্যানিটাইজারে থাকা বিষাক্ত মিথানলেই এই কাণ্ড ঘটেছে৷
advertisement
4/6
মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানাচ্ছে, মেক্সিকোর সংস্থা এসকেবায়োকেমের তৈরি ৯ ধরনের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাই যাবে না৷
advertisement
5/6
কিছু স্যানিটাইজারে বিষাক্ত মিথানল ব্যবহার করা হচ্ছে৷ সেই রাসায়নিকে বমি ভাব, ক্লান্তি, স্থায়ী দৃষ্টিহীন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বিকলের মতো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে৷ এমনকী মৃত্যুও ঘটতে পারে৷ তাই হ্যান্ড স্যানিটাইজার কেনার সময় কী কী উপাদান ওই স্যানিটাইজারে রয়েছে, তা দেখে নেওয়া দরকার৷
advertisement
6/6
তাই বিশেষজ্ঞদের পরামর্শ, বাজার থেকে কেনা যে কোনও স্যানিটাইজার ব্যবহারের চেয়ে, সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধোয়ার বিকল্প নেই৷ স্যানিটাইজার তখনই ব্যবহার করা উচিত, যখন হাতের কাছে কোনও সাবান বা পরিষ্কার জল না থাকে৷ একই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার কেনার সময় এক্সপায়রি ডেট দেখে নেওয়া উচিত৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
আপনার স্যানিটাইজারে এই বিষাক্ত রাসায়নিক নেই তো? ৩ জনের মৃত্যু, একজন আজীবন দৃষ্টিহীন