Foods that improve eyesight: পাওয়া যায় সহজেই, দামেও কম, দৃষ্টিশক্তি বাড়াতে কার্যকর এই ১০ খাবার
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
সমস্যায় পড়লে ওষুধ খাওয়ার চেয়ে আগেভাগেই তার মোকাবিলা করা বুদ্ধিমানের কাজ। চোখের স্বাস্থ্যের বেলাতেও একথা খাটে। দেখে নেওয়া যাক এমন ১০ খাবারের কথা, যা দৃষ্টিশক্তি বাড়াতে খুবই কার্যকর।
advertisement
1/11

সমস্যায় পড়লে ওষুধ খাওয়ার চেয়ে আগেভাগেই তার মোকাবিলা করা বুদ্ধিমানের কাজ। চোখের স্বাস্থ্যের বেলাতেও একথা খাটে। দেখে নেওয়া যাক এমন ১০ ভারতীয় খাবারের কথা, যা দৃষ্টিশক্তি বাড়াতে খুবই কার্যকর।
advertisement
2/11
আমলকীতে রয়েছে ভরপুর ভিটামিন সি। এটি দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি ক্যাটার্যাক্টসের সমস্যা মোকাবিলাতেও বিশেষ সাহায্য করে।
advertisement
3/11
রসুনে রয়েছে কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট যা লেন্সের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটিও ক্যাটার্যাক্টসের সমস্যা মোকাবিলাতেও বিশেষ সাহায্য করে।
advertisement
4/11
বিশেষজ্ঞরা বলেন যে, হলুদে কারকিউমিন থাকে যা প্রদাহজনিত জ্বালা কমাতে সাহায্য করে। ফলে চোখে জ্বালার সমস্যায় হলুদের ব্যবহার রোগীদের আরাম প্রদান করে।
advertisement
5/11
পেঁপেতে রয়েছে ভরপুর বিটাক্যারোটিন এবং ভিটামিন সি যা চোখকে স্বাস্থ্যকর বানাতে বিশেষ সাহায্য করে।
advertisement
6/11
খেতে সুস্বাদু হওয়ার পাশপাশি কমলালেবুতে রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন সি যা ক্যাটার্যাক্টসের সমস্যা মোকাবিলার পাশাপাশি মোটের ওপর চোখের স্বাস্থ্য ভাল রাখতেও সমান ভাবে কার্যকরী।
advertisement
7/11
ডিমে রয়েছে লুটেন এবং জিক্সানথিন যা চোখের দৃষ্টিশক্তি বাড়তে কার্যকর। এছাড়াও এতে থাকা জিঙ্ক বয়সজনিত চোখের সমস্যাতেও কার্যকরী।
advertisement
8/11
মিষ্টি আলুতেও প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন এবং ভিটামিন রয়েছে যা চোখকে সুস্থ রাখতে খুবই উপকারী বলে মনে করে চক্ষুরোগ বিশেষজ্ঞরা।
advertisement
9/11
আমন্ডে রয়েছে ভিটামিন এ যা চোখের বয়সজনিত সমস্যা দূর করতে খুব উপকারী।
advertisement
10/11
পালং শাকে রয়েছে লুটেন, জেক্সানথিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা অতিবেগুনি রশ্মিজনিত চোখের রোগ থেকে চোখকে সুরক্ষিত রাখে। এছাড়া বয়সজনিত চোখের সমস্যা দূর করতেও এটি সমান কার্যকরী।
advertisement
11/11
গাজরকে বিটা-ক্যারোটিনের অন্যতম উৎস বলে মনে করা হয়। এটি শরীরে প্রবেশ করে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। ভিটামিন এ চোখের সুস্থতার জন্য বিশেষ কার্যকরী। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Foods that improve eyesight: পাওয়া যায় সহজেই, দামেও কম, দৃষ্টিশক্তি বাড়াতে কার্যকর এই ১০ খাবার