Having Greenery Around Hospitals Can Ease Confusion, Anger: হাসপাতালে সবুজের প্রবেশ কমাতে পারে মানসিক চাপ, বলছে সমীক্ষা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Greenery Around Hospitals: হাসপাতালে প্রকৃতির প্রবেশ রোগী, দর্শনার্থী এবং স্বাস্থ্য়কর্মীদের চাপ কমাতে পারে৷ 'হেলথ এনভায়রনমেন্টস রিসার্চ অ্যান্ড ডিজাইন জার্নালে' প্রকাশিত তথ্য় এমনটাই জানান দিচ্ছে।
advertisement
1/5

হাসপাতালও হতে পারে দৃষ্টিনন্দন। হাঁটা এবং ঘোরাফেরার মাঝে রোগী ও তাঁর আত্মীয় পরিজন অনুভব করতে পারেন দৃষ্টিসুখ। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময়ে সবুজ দেখতে দেখতে গেলে মানসিকভাবেও অনেকটা স্বতঃস্ফূর্ত থাকবেন
advertisement
2/5
হাসপাতালে প্রকৃতির প্রবেশ রোগী, দর্শনার্থী এবং স্বাস্থ্য়কর্মীদের চাপ কমাতে পারে৷ 'হেলথ এনভায়রনমেন্টস রিসার্চ অ্যান্ড ডিজাইন জার্নালে' প্রকাশিত তথ্য় এমনটাই জানান দিচ্ছে।
advertisement
3/5
ডেভিস কলেজ অফ এগ্রিকালচারের অধ্যাপক জিয়াং এ বিষয়ে একটি সমীক্ষা করেছিলেন।
advertisement
4/5
একটি দলের অংশগ্রহণকারীরা করিডোরের দেওয়ালের মধ্যে বড় জানালা এবং প্রাকৃতিক দৃশ্যের সংস্পর্শে এসেছিলেন। উল্টোদিকে আরেকটি দলের ভাগ্য়ে ছিল কোনওরকম দৃশ্য ছাড়া একটি শক্ত দেওয়াল। দেখা গিয়েছে, গ্রীনস্পেস গ্রুপের অংশগ্রহণকারীরা অনেক বেশি স্বচ্ছন্দ এবং কাজের ক্ষেত্রে অনেক বেশি পারদর্শী।
advertisement
5/5
তাই 'দাও ফিরে সে অরণ্য়' প্রস্তর নির্মিত হাসপাতালের ক্ষেত্রেও প্রযোজ্য় বই কী!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Having Greenery Around Hospitals Can Ease Confusion, Anger: হাসপাতালে সবুজের প্রবেশ কমাতে পারে মানসিক চাপ, বলছে সমীক্ষা