Harvest Moon 2023: বিরল মহাজাগতিক! বছরের শেষ সুপারমুন আজ সন্ধ্যার আকাশে, জানুন দেখার সময়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Harvest Moon 2023: চলতি বছরের এটি চতুর্থ সুপারমুন। পশ্চিমী দুনিয়ায় একে বলা হয় ‘হারভেস্ট মুন’।
advertisement
1/9

বছরের শেষ সুপারমুন শোভা পাবে বৃহস্পতির আকাশে। চলতি বছরের এটি চতুর্থ সুপারমুন। পশ্চিমী দুনিয়ায় একে বলা হয় ‘হারভেস্ট মুন’।
advertisement
2/9
সাধারণত হারভেস্ট মুন-এর সঙ্গেই শেষ হয় গ্রীষ্মের মরশুম। গুটি গুটি পায়ে এগোতে থাকে শীতের ঋতু।
advertisement
3/9
উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদ। ফলে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সব সময় স্থির থাকে না।
advertisement
4/9
পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব কম থাকলে তাকে বলা হয় অনুসূর অবস্থান। আবার এই দূরত্ব বেড়ে গেলে সেটি হল অপসূর অবস্থান। অনুসূর অবস্থানেই সুপারমুন দেখা যায়।
advertisement
5/9
সাধারণ পূর্ণিমার তুলনায় সুপারমুনের দিনগুলিতে চাঁদের আকার অনেক বেশি বড় হয়৷
advertisement
6/9
এর আগে গত ৩ জুলাই এবং ১ ও ৩০ অগাস্ট পৃথিবীর আকাশে সুপারমুন দেখা গিয়েছিল।
advertisement
7/9
২৮ সেপ্টেম্বর সূর্যাস্তের পর আকাশে সুপারমুনে উদয় হবে। পরের দিন অর্থাত ২৯ সেপ্টেম্বর ভোর ৪.৩০ মিনিটে হারভেস্ট মুন দেখা যাবে।
advertisement
8/9
এ সময় শরতকালীন ফসলে ক্ষেত ভরে থাকে৷ তাই এই ঋতুকালীন চাঁদের নাম হারভেস্ট মুন৷ নামকরণের সঙ্গে জড়িয়ে আছে কৃষিজ সভ্যতা৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Harvest Moon 2023: বিরল মহাজাগতিক! বছরের শেষ সুপারমুন আজ সন্ধ্যার আকাশে, জানুন দেখার সময়