Hariyali Teej 2023: আসছে শ্রাবণের শুক্লাপক্ষের তৃতীয়া, স্বামীর মঙ্গলকামনায় হবে ব্রত, জানুন পুণ্যতিথির দিনক্ষণ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hariyali Teej 2023: এই ব্রত পালিত হবে অধিক মাস শ্রাবণের শুক্ল পক্ষের তৃতীয়ায়
advertisement
1/8

সনাতন বিশ্বাসে হরিয়ালী তীজ বিশেষ গুরুত্বপূর্ণ৷ স্বামী ও সংসারের মঙ্গলকামনায় বিবাহিতারা এই পবিত্র তিথি পালন করেন৷ ভবিষ্যতে মনের মতো স্বামী পাওয়ার আকাঙ্ক্ষায় এই ব্রত পালন করেন অবিবাহিতারাও৷
advertisement
2/8
মূলত উত্তর ভারতে পালনীয় এই ব্রত পালিত হবে অধিক মাস শ্রাবণের শুক্ল পক্ষের তৃতীয়ায়৷ এ বছর এই ব্রত পালিত হবে ১৯ অগাস্ট৷
advertisement
3/8
তৃতীয়া তিথি শুরু হচ্ছে ১৮ অগাস্ট রাত ৮.০১ মিনিটে৷ তৃতীয়া তিথি থাকছে পরের দিন ১৯ অগাস্ট রাত ১০.১৯ মিনিট পর্যন্ত৷
advertisement
4/8
বর্ষাকালে এই ব্রত পালিত হয়৷ তখন চারদিক সবুজে শ্যামল হয়ে থাকে৷ তাই একে বলা হয় হরিয়ালী তীজ৷ শ্রাবণে পালিত হওয়ার কারণে এর আর এক নাম সাওয়ান কে তীজ৷
advertisement
5/8
এই তিথিতে হরপার্বতীর পুজো করে স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গলকামনা করেন স্ত্রীরা৷ ব্রতপালনের সময় ব্রতীরা সাজেন সবুজ পোশাক ও অলঙ্কারে৷
advertisement
6/8
ভোরে উঠে স্নান সেরে ব্রতীরা শুরু করেন ব্রতপালন পর্ব৷ ফুলমালা, প্রদীপে সাজিয়ে পুজো করা হয় হরপার্বতীর৷ উৎসর্গ করা হয় ক্ষীর এবং পঞ্চামৃত৷
advertisement
7/8
পুজোপাঠ, ব্রতকথাপাঠ, আরতির পর পুজো সমাপনে প্রসাদ ও সাত্তিক আহারে উপবাস ভঙ্গ করা হয়৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hariyali Teej 2023: আসছে শ্রাবণের শুক্লাপক্ষের তৃতীয়া, স্বামীর মঙ্গলকামনায় হবে ব্রত, জানুন পুণ্যতিথির দিনক্ষণ