প্রেম দিবসে কোন রাশিতে জমবে প্রেম , দেখে নিন প্রেমের হিসেব !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
ভ্যালেন্টাইন্স ডে ঘিরে একাধিক উৎসবে মাতোয়ারা হতে চলেছে বাঙালি। প্রেমের মাসে ,প্রেম পর্ব কেমন কাটবে দেখে নিন
advertisement
1/13

ভ্যালেন্টাইন্স ডে ঘিরে একাধিক উৎসবে মাতোয়ারা হতে চলেছে বাঙালি। প্রেমের মাসে ,প্রেম পর্ব কেমন কাটবে দেখে নিন (Photo collected)
advertisement
2/13
মেষ - যাঁর সঙ্গে ফ্লার্টে মগন আপনি,তিনিই হয়তো আপনার জীবনসঙ্গী হয়ে উঠতে পারেন। সম্পর্ক খুব ক্যাজুয়ালি নিলেও , এই মুহূর্তে তা গড়িয়ে যেতে পারে অনেক দূর। (Photo collected)
advertisement
3/13
বৃষ - আপনি কি সিঙ্গল? খুব শিগগির আপনার জন্য সুখবর আসতে চলেছে। (Photo collected)
advertisement
4/13
মিথুন - পছন্দের মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতায় মিশে যেতে পারেন আপনি! (Photo collected)
advertisement
5/13
কর্কট - রোম্যান্সের মুডে আপনি থাকতে চলেছেন এই গোটা মাস। (Photo collected)
advertisement
6/13
সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়ে বেশ জাঁকিয়ে প্রেম করবেন (Photo collected)
advertisement
7/13
কন্যা - কারোর সঙ্গে দেখা করতে আগ্রহী? চটজলদি ডেটিং পর্ব সেরে ফেলুন। (Photo collected)
advertisement
8/13
তুলা - বসন্ত এসে গেছে!আর দেরি নয় ! বহুদিন ধরে যাঁকে বলব বলেও বলতে পারেননি ,তাঁকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বলে ফেলুন (Photo collected)
advertisement
9/13
বৃশ্চিক - মনে মনে তো সেই মানুষটিকে ভালোবেসেই ফেলেছেন, এবার শুধু বলে দেওয়ার পালা! (Photo collected)
advertisement
10/13
ধনু - এই মাসে আপনার এমন কাউকে চাই, যিনি একটু হালকা মেজাজে বসে আপনার দুঃখ , সুখগুলোকে ভাগ করে নেবেন। চিন্তা নেই । ঈশ্বর সম্ভবত আপনার প্রার্থনা শুনতে চলেছেন (Photo collected)
advertisement
11/13
মকর - এতদিন যে সম্পর্ককে নিয়ে সেভাবে গুরুত্ব দেননি, এবার তাকেউ গুরুত্ব দেওয়ার পালা! (Photo collected)
advertisement
12/13
কুম্ভ - আসন্ন মাসে আপনি প্রেমে পড়তে পারেন! (Photo Collected)
advertisement
13/13
মীন - সময়টা বন্ধুদের সঙ্গে কাটান। মন ভালো থাকবে। তবে এই বন্ধুদের মধ্যেই সম্ভবত কেই আপনার কাছাকাছি এসে যেতে পারে (Photo collected)