Happy Rose Day: ‘Rose’ দিবসে জেনে নিন কোন রঙের গোলাপ কীসের প্রতীক
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
গোলাপ দেয়ার আগে জেনে নিন কোন রঙের গোলাপ কীসের প্রতীক। তা না হলে পড়তে পারেন বিপদে
advertisement
1/11

রেডি স্টেডি গো ! প্রেম সপ্তাহ শুরু ৷ সপ্তাহের শুরুতেই হাতে গোলাপ আর চোখে প্রেম ৷ ঠোঁটের আগায়, আধো বলা কথা, বেশিটাই না বলা ৷ সেই না বলা কথারই দায়িত্ব নেবে গোলাপ ফুল ৷ তবে গোলাপ দেয়ার আগে জেনে নিন কোন রঙের গোলাপ কীসের প্রতীক। তা না হলে পড়তে পারেন বিপদে।
advertisement
2/11
লাল গোলাপ- ভালবাসার প্রতীক, তাইতো যুগে যুগে কবি সাহিত্যিকরা ভালবাসা প্রদানে লাল গোলাপকে প্রাধান্য দিয়ে আসছে।
advertisement
3/11
হলুদ গোলাপ- বন্ধুত্বের প্রতীক। এই গোলাপের মানে দৃঢ় সম্পর্ক ও বন্ধনও বোঝায়
advertisement
4/11
গোলাপি গোলাপ- কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক। কাউকে ধন্যবাদ দিতে গোলাপি গোলাপ দিতে পারেন।
advertisement
5/11
কমলা গোলাপ-কামনা,বাসনা, উৎসাহ, ও আবেগর প্রতীক। এই গোলাপ উপহার দিয়ে আপনি বোঝাতে পারেন যে আপনি পাশে আছেন।
advertisement
6/11
সাদা গোলাপ-পবিত্রতা, বিশুদ্ধতা ও শান্তির প্রতিক। নতুন জীবন শুরুর আগে কনের হাতে সাদা গোলাপ দেয়া হয়। কাউকে মিস করলে সাদা গোলাপ দিয়ে তাঁকে মনের ভাব বোঝাতে পারেন।
advertisement
7/11
পিচ গোলাপ - সততা, আন্তরিকতা, প্রশংসাসূচক ও সহমর্মিতার প্রতিক। বিরল রংয়ের গোলাপ এই পিচ গোলাপ।
advertisement
8/11
বেগুনি গোলাপ - রয়্যালিটির প্রতীক। রানিকে সম্মান জানাতে দেওয়া হয় বেগুনি গোলাপ।
advertisement
9/11
কালো গোলাপ মৃত্যু বা শোকের বার্তাবাহক।
advertisement
10/11
নীল রঙের গোলাপ রহস্য বোঝায়।
advertisement
11/11
সবুজ গোলাপ - এই গোলাপ ভাগ্যের প্রতীক।