Haircare Tips-Hair Straighten: প্রাকৃতিক উপায়ে স্ট্রেট করুন চুল! বাড়িতেই খুব সহজে পার্লারের মতো স্ট্রেট হবে চুল!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Haircare Tips-Hair Straighten: পার্লারে যেতেই হবে না! ক্ষতি হবে না চুলের! এবার বাড়িতেই প্রাকৃতিক উপায়ে খুব সহজে স্ট্রেট হবে চুল! জানুন কী করতে হবে
advertisement
1/6

চুল স্ট্রেট করাতে হলে পার্লার যেতে হবেই! কিন্তু এই ধারণা একেবারেই ভুল! পার্লারের মতোই স্ট্রেট হবে চুল তাও বাড়িতেই। কোনও ক্যামিকাল প্রোডাক্ট নয় প্রাকৃতিক উপাদানে একেবারে পার্লারের মতো স্ট্রেট চুল পাবেন! photo source collected
advertisement
2/6
প্রোটিন আর কেরাটিন দিয়ে চুল তৈরি হয়। দুধে থাকা প্রোটিন চুলকে মজবুত করে। একসঙ্গে নরম রাখে। চুল সোজা করতে চাইলে এক চামচ মধুর সঙ্গে দুধ মিশিয়ে শ্যাম্পু করা চুলে স্প্রে করুন। দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন ভাল করে! চুল মোলায়েম এবং স্ট্রেট হবে প্রথমবার ব্যবহারের পর থেকেই! photo source collected
advertisement
3/6
চুল নরম আর সোজা করতে কার্যকরী ভূমিকা রাখে কলা। এটি ফ্রিজি হেয়ারকে ঠিক করতে সাহায্য করে। একটি বাটিতে দুটো কলা নিন। কলা চটকে তাতে দুই চামচ মধু, দই ও অলিভ অয়েল মেশান। পেস্ট তৈরি করুন। চুলে লাগিয়ে ঘণ্টাখানেক লাগিয়ে ধুয়ে ফেলুন। ভাল করে শ্যাম্পু করে নিন! এর পর দেখুন পার্লারের থেকেও ভাল স্ট্রেট হবে চুল। কোনও ক্ষতি ছাড়াই! photo source collected
advertisement
4/6
ডিম ও অলিভ ওয়েল মিশিয়ে চুলে লাগিয়ে এক ঘন্টা রাখুন। এর পর শ্যাম্পু করে নিন! প্রাকৃতিক উপায়ে একদম স্ট্রেট হবে চুল! photo source collected
advertisement
5/6
গরম জলে অলিভ অয়েলের সঙ্গে আধ কাপ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন! চন্দন তেল ও রোজমেরি তেল মেশান! চুলে এই মিশ্রণ লাগিয়ে রাখুন ঘন্টা দুয়েক! এর পর হালকা করে শ্যাম্পু করে নিন! মনে হবে এখুনি পার্লার থেকে চুল স্ট্রেট করিয়েছেন! photo source collected
advertisement
6/6
পাতিলেবুর রস নারকেলের দুধের সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ রাখুন! ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন! তারপর তফাত নিজেই বুঝুন!photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Haircare Tips-Hair Straighten: প্রাকৃতিক উপায়ে স্ট্রেট করুন চুল! বাড়িতেই খুব সহজে পার্লারের মতো স্ট্রেট হবে চুল!