Haircare Tips: মাথায় টাক পড়ে যাচ্ছে? চুল পড়া বন্ধ হবে, গজাবে নতুন চুল ২ সপ্তাহেই! জানুন লাগানোর সঠিক নিয়ম
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Haircare: টাকে চুল গজাতে বা টাক পড়া আটকাতে অনেকেই বাজারচলতি নানারকম কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু এতে হীতে বিপরীত হয়। কারণ এই সব প্রডাক্টে নানা ক্ষতিকর কেমিক্যাল থাকে। কাজেই ভরসা রাখুন ঘরোয়া টোটকায়।
advertisement
1/10

চুলের জন্য জবা ফুল খুবই উপকারী। চুল পড়া বা অকালপক্কতা, খুশকি, শুষ্কতা, ডগাচেরা বা ভেঙে পড়ার মতো সমস্যার প্রাকৃতিক সমাধান রয়েছে জবা ফুলে। দীর্ঘদিন ধরে আয়ুর্বেদে জবা ফুলের পাপড়ি এবং পাতা ব্যবহার করা হয়। এতে চুল গোড়ার স্বাস্থ্য বৃদ্ধি পায়। এমনকী যাঁদের টাক পড়ে গিয়েছে, তাঁদেরও উপকার হতে পারে। জবা ফুলের উপকারিতা:
advertisement
2/10
১. জবা ফুলে অ্যামিনো অ্যাসিড রয়েছে। কেরাটিন এর গুরুত্বপূর্ণ উপাদান, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। কেরাটিন চুল ভেঙে পড়ার সমস্যা কমায়। অনেকেই বহু অর্থ ব্যয় করে কেরাটিন প্রয়োগ করেন। কিন্তু সামান্য খরচে জবা ফুল লাগালেও প্রায় একই উপকার পাওয়া যায়। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
advertisement
3/10
২. এটি চুল পড়া কমাতেও সাহায্য করে। অ্যালোপেসিয়া (চরম চুল পড়া যা টাক হয়ে যায়)-র চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। আয়ুর্বেদ অনুসারে, হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল পড়ে সব থেকে বেশি। শরীর অতিরিক্ত গরম হতে শুরু করলে এই সমস্যা বাড়ে। জবা শরীরকে শান্ত করে এবং পিত্ত দোষের ভারসাম্য বজায় রাখে, ফলে চুল পড়া কমে।
advertisement
4/10
৩. অপরিণত ক্যানিটিস, অর্থাৎ অকালেই চুল পেকে যাওয়ার সমস্যা। বেশির ভাগ ক্ষেত্রেই অক্সিডেটিভ স্ট্রেস থেকে এই সমস্যা হয়। গবেষণায় দেখা গিয়েছে, সূর্যের অতিবেগুণি রশ্মি থেকে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হতে পারে। শুধু তাই নয়, মানসিক চাপ বা প্রদাহজনিত সমস্যা থেকেও অকালপক্কতা আসতে পারে। জবা ফুলের ভিটামিন সি, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই অক্সিডেটিভ স্ট্রেস কমায়, ফ্রি র্যাডিক্যাল সঙ্গে লড়ে।
advertisement
5/10
৪. জবা ফুলের তেল খুশকি কমায়। এর আলফা হাইড্রক্সি অ্যাসিড এবং ভিটামিন এ, সি মাথার ত্বকে পুষ্টি জোগায়। জবার অ্যাস্ট্রিঞ্জেন্ট উপাদান মাথার ত্বকের তেল উত্পাদন নিয়ন্ত্রণ করে।
advertisement
6/10
৫. জবার মিউকিলেজ ফাইবার প্রতিটি চুলে স্থিতিস্থাপকতা তৈরি করে। ডগা চেরা বা চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে।
advertisement
7/10
হেয়ার ট্রিটমেন্ট স্পেশালিস্ট অনামিকা ঝা বলেন, ভালো ফলাফলের জন্য একটি ভালো ব্র্যান্ডের নারকেল তেলে নিম পাতা কুচি, জবা ফুল ভাল করে গরম করে তেলের মধ্যে নির্যাস বের করে নিন।
advertisement
8/10
এরপর প্রথমে জবা ফুল ও পাতা ভাল করে পেস্ট করে নিন। এবার একটি ঘন মিশ্রণ তৈরি হবে। এর মধ্যে চার টেবিল চামচ টক দই মিশিয়ে নিতে হবে।প্রতিটি উপকরণ ভাল করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই হেয়ার প্যাক চুলে ও স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। কন্ডিশনার ও হেয়ার সিরাম লাগিয়ে চুল ধুয়ে ফেলুন।
advertisement
9/10
জবা আমলা হেয়ার প্যাক: জবা ফুলের পাপড়ি বেটে আমলকির গুঁড়োর সঙ্গে মিশিয়ে পুরো চুলে লাগাতে হবে। ১৫-২০ মিনিট রেখে দিন শ্যাম্পু করে নিতে হবে।
advertisement
10/10
জবা এবং অ্যালোভেরা হেয়ার মাস্ক: শুষ্ক এবং জট পাকানো চুলের জন্য জবা পাতা ও ফুলের পাপড়ি বেটে এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগাতে হবে। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Haircare Tips: মাথায় টাক পড়ে যাচ্ছে? চুল পড়া বন্ধ হবে, গজাবে নতুন চুল ২ সপ্তাহেই! জানুন লাগানোর সঠিক নিয়ম