Hair Style: আপনার মুখে কোন হেয়ার কাট মানাবে? পুরুষরা চুল কাটানোর আগে অবশ্যই জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Hair Style: একবার চুল কাটা হয়ে গেলে আর কিছু করার থাকবে না! আপনার মুখ অনুযায়ী কোন হেয়ার কাট মানাবে জেনে নিন বিশেষজ্ঞর থেকে!
advertisement
1/6

কোন ভাবে চুল কাটলে সঠিক মানানসই হবে সেটি নিয়ে অনেকেই ধন্ধে থাকেন। মাথার চুলের সঠিক কাটিং একজন ব্যক্তিকে সুন্দর করে তুলতে সাহায্য করে।
advertisement
2/6
একবার চুল কেটে ফেলার পর ভাল না লাগলে তা বদলে ফেলার উপায় থাকে না। আসলেই একেক আকৃতির মুখে একেক ধরণের হেয়ার কাট মানায়। আপনাকে শুধু জেনে নিতে হবে আপনার মুখের আকারে কোন ধরনের এবং কোন হেয়ার কাটে মানাবে।
advertisement
3/6
প্রথমেই জানা যাক ডিম্বাকৃতি মুখের জন্য। ডিম্বাকৃতি মুখ এমন মুখের ব্যক্তিদের মুখের সঙ্গে প্রায় সব ধরণের হেয়ার কাট মানিয়ে যায়। তবে তাদের জন্য চুল সামান্য বড় করে চুল এক পাশ করে রাখতে পারে কিংবা চুলে দিতে পারেন স্পাইক কাট অথবা চুল ছোট ছোট করে আর্মি ছাট দিলেও মানিয়ে যাবে।
advertisement
4/6
বিউটিশিয়ান রুকসানা পারভিন জানান, গোলাকৃতি মুখের ছেলেদের চুল কাটার ক্ষেত্রে যে কাটে চুল কানের পর্যন্ত পড়ে এমন কাটিং দিলে মুখ আরও বেশি গোলাকার দেখায় ও মোটা লাগে। সেজন্য গোলাকৃতি মুখের জন্য ছোট চুলের হেয়ারকাট দিতে পারেন। স্পাইক করতে পারেন অথবা সামনের চুলের উচ্চতা বাড়িয়ে তোলে এমন কোনও কাট দিন।
advertisement
5/6
চারকোণা আকৃতির মুখের ছেলেদের চোয়াল অনেক চওড়া হয়। তাই চুলের আউটলাইন চওড়া চোয়ালের সঙ্গে মিলিয়ে দিতে হবে। লেয়ার কাট দিতে পারেন। অথবা গোলাকৃতি মুখের মত স্পাইক করতে পারেন।
advertisement
6/6
যাদের লম্বাটে মুখ তাদের হেয়ার কাটিংয়ের জন্য এমন হেয়ার কাটিং হতে হবে যাতে করে মুখ কিছুটা ভারী লাগে। কারণ লম্বাটে মুখের মানুষগুলির মুখ তুলনামূলক ভাবে একটু শুকনো দেখায়। সেজন্য লম্বাটে মুখের সঙ্গে লেয়ার ধরনের হেয়ারকাট বেশ ভাল মানায়। এতে মুখের ওপরের অংশ ভারী দেখায় এবং মুখ একটু কম লম্বা দেখাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Style: আপনার মুখে কোন হেয়ার কাট মানাবে? পুরুষরা চুল কাটানোর আগে অবশ্যই জানুন