Hair Regrowth: মসৃণ টাকে গজাবে চুল! দীর্ঘদিনের সংকোচ দূর হবে নিমেষে, পুরুষরা ব্যবহার করুন এই অব্যর্থ তেল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Hair Regrowth tips: এই প্রতিবেদনে এমন তেলের কথা বলতে চলেছি যা চুল পড়া রোধ করতে ও নতুন চুল গজানোর ক্ষেত্রে সবথেকে বেশি লাভজনক প্রভাব দেখিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
1/6

আপনি যদি চুল পড়া নিয়ে সমস্যায় থাকেন তবে এখন এই সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয়। আমরা এই প্রতিবেদনে এমন এক তেলের কথা বলতে চলেছি যা চুল পড়া রোধ করতে ও নতুন চুল গজানোর ক্ষেত্রে সবথেকে বেশি লাভজনক প্রভাব দেখিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি চুল পড়ে যাওয়ার পড়ে মসৃণ হয়ে যাওয়া টাক মাথাতেও এই তেলগুলি আবার চুল গজাতে পারে। আসুন জেনে নিই মাথায় চুল গজাতে পুরুষদের কোন তেল ব্যবহার করা উচিত।
advertisement
2/6
আবার চুল গজাতে এই তেল লাগান অ্যালোপেসিয়া পুরুষদের টাক পড়ার প্রধান কারণ হিসেবে দেখা গেছে। যার কারণে পুরুষদের মাথা থেকে চুল উঠে যেতে থাকে। বয়স নির্বিশেষে এই টাক পড়ার সমস্যায় ভুগতে হয় পুরুষদের। অনেক পুরুষই টাক দূর করতে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পথ বেছে নেন। কিন্তু এই হেয়ার অয়েলগুলিকে অবলম্বন করে আপনি মসৃণ মাথাতেও চুল গজাতে পারেন।
advertisement
3/6
ল্যাভেন্ডার তেলের উপকারিতা ল্যাভেন্ডার তেল ল্যাভেন্ডার ফুল থেকে প্রস্তুত করা হয়। যা অ্যালোপেসিয়া রোগের চিকিৎসায় সাহায্য করতে পারে। চুলের তেলের মতো মাথার ত্বকে ল্যাভেন্ডার তেল ম্যাসাজ করতে পারেন। সপ্তাহে এক বা দুবার এই চুলের তেল ব্যবহার করতে পারেন। এই তেল দিয়ে খুশকিরও চিকিৎসা করা যায়। কারণ, এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণ।
advertisement
4/6
রোজমেরি তেলের উপকারিতা টাক দূর করতে রোজমেরি তেল মাথায় লাগালে উপকার পাওয়া যায়। কারণ, এই তেল মাথার ত্বকে রক্ত সঞ্চালনকে ত্বরান্বিত করে, যার ফলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং চুল ঘন হয়। আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে রোজমেরি তেল দিয়ে আপনার মসৃণ মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন।
advertisement
5/6
ক্যাস্টর অয়েলের উপকারিতা ক্যাস্টর অয়েলকে ইংরেজিতে ক্যাস্টর অয়েল বলে। ক্যাস্টর অয়েল ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। যার সাহায্যে মাথার ত্বক আর্দ্রতায় পূর্ণ থাকে এবং চুল পড়া বন্ধ হয়। সপ্তাহে দুবার ঘুমানোর আগে এই তেল মাথায় লাগান। ফল পাবেন হাতে নাতে।
advertisement
6/6
দ্রষ্টব্য: উপরোক্ত তথ্যের যথার্থতা, সময়োপোযোগিতা এবং সত্যতা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে। তবে এই তথ্যের ওপর নিউজ ১৮ বাংলার কোনও নৈতিক দায় বর্তায় না। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে তথ্য প্রদান করা। এই ধরণের কোনও তেল ব্যবহারের আগে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Regrowth: মসৃণ টাকে গজাবে চুল! দীর্ঘদিনের সংকোচ দূর হবে নিমেষে, পুরুষরা ব্যবহার করুন এই অব্যর্থ তেল