Karela Juice: চুলের সমস্য়া থেকে আপনাকে মুক্তি দিতে পারে করলার জুস
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Hair Problems: করলা শুনেই নাক সিঁটকোন? করলা কিন্তু আপনার চুলের জন্য় মারাত্মক উপকারী...
advertisement
1/5

করলা ওষধি গুণে পরিপূর্ণ এবং এর রস আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
advertisement
2/5
আমাদের মধ্যে বেশিরভাগের স্বাদকোরকে করলার (Bitter gourd juice) স্থান ব্রাত্য ৷ আমার ভুলেই যাই এই সব্জি পুষ্টিগুণের দিক থেকে অতুলনীয় ৷ ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফাইবারে সমৃদ্ধ এই সব্জি বহু রোগের প্রকোপ থেকে উপশমকারী ৷ মধুমেহ, কোষ্ঠকাঠিন্য, সর্দিকাশি, হাঁপানি, পেটের রোগ-সহ নানা শারীরিক সমস্যায় করলার রস উপকারী (benefits of bitter gourd juice) ৷
advertisement
3/5
যদি আপনার চুলের ঔজ্জ্বল্য হারিয়ে যায়, তাহলে আপনি চুলে করলা ব্যবহার করতে পারেন। নিষ্প্রাণ এবং শুষ্ক চুল থেকে মুক্তি পেতে করলার তাজা রস অব্য়র্থ।
advertisement
4/5
চুল পড়া সংক্রান্ত সমস্যায় পড়লে করলার রস চিনির সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। আপনি অনেকাংশে স্বস্তি পাবেন। করলার রস চুলের গোড়া মজবুত করে।
advertisement
5/5
আপনি যদি ক্রমাগত খুশকির সমস্যায় ভুগে থাকেন, তাহলে করলা এক টুকরো নিয়ে চুলের গোড়ায় ঘষে নিন। এতে আপনার চুলের খুশকি দূর হবে অনেকাংশে। সাদা চুলের সমস্য়া থেকেও মুক্তি দেয় করলা