Hair Fall Control Tips: আয়ুর্বেদের 'মহৌষধ'! চুল ও ত্বকের বন্ধু, জলে জন্মানো এই গাছটি দুই মারণরোগের যম, জানুন
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Hair Fall Control Tips: বাংলার জলে-জঙ্গলে সহজেই মেলে এই পাতা! আয়ুর্বেদের 'মহৌষধ' কাছে রাখুন। কেন জানেন?
advertisement
1/9

আমাদের দেশের গ্রামাঞ্চলে এবং পাহাড়ি এলাকায় এমন অনেক গাছ পাওয়া যায় যা নানা ঔষধি গুণে পরিপূর্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছগুলোর অত্যন্ত গুরুত্ব রয়েছে। এগুলো নিয়ম মেনে খেলে আমাদের শরীরের অনেক রোগ সেরে যায়।
advertisement
2/9
এই রকম একটি ঔষধি গাছ হল ওয়াটার হায়াসিন্থ বা জলকুম্ভী বা এক ধরনের কচুরিপানা, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এতে নানা ধরনের পুষ্টিকর উপাদান রয়েছে, যা ব্যবহার করে আমরা শরীরের অনেক মারাত্মক রোগ থেকে মুক্তি পেতে পারি।
advertisement
3/9
ওয়াটার হায়াসিন্থ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারণ এতে রয়েছে নানা ধরনের ঔষধি গুণ। এটি আমাদের শরীরের বিভিন্ন রোগ সারাতে বিভিন্ন ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়।
advertisement
4/9
বরাবাঙ্কি জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অমিত ভার্মা (এমডি মেডিসিন) আমাদের জানিয়েছেন যে, ম্যাঙ্গানিজ, ফোলেট, ক্যালসিয়াম, থায়ামিন, ভিটামিন ই, সোডিয়াম প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে জলে উপস্থিত থাকে।
advertisement
5/9
এই খনিজগুলি চুলের সমস্যা, ব্রণ, ক্যানসার, ত্বকের সমস্যা, হাঁপানি ইত্যাদি সম্পর্কিত অনেক রোগে কার্যকর বলে বিবেচিত হয়।
advertisement
6/9
হাঁপানি রোগীদের জন্যও ওয়াটার হাইসিন্থ উপকারী বলে মনে করা হয়। আসলে, হাঁপানি রোগীদের ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ওয়াটার হাইসিন্থে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়।
advertisement
7/9
এই উদ্ভিদে ক্যানসারবিরোধী গুণাবলীও পাওয়া যায়। ক্যানসার-রোগীরা যদি এই গাছের পাতার রস করে, প্রতিদিন সকালে খালি পেটে খান, তাহলে এটি শরীরে ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করে।
advertisement
8/9
এছাড়াও যাঁদের চুল পড়া বা খুসকির মতো চুলের নানা সমস্যা থাকে, তাঁরা মাথায় ওয়াটার হায়াসিন্থের রস বা নির্যাস লাগালে তা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও এটি চুল ভেঙে যাওয়া রোধ করে এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভাল করতেও সমান উপকারী।
advertisement
9/9
ব্রণের সমস্যায় ওয়াটার হায়াসিন্থ খুবই উপকারী। ওয়াটার হায়াসিন্থে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। ওয়াটার হায়াসিন্থের পাতা ত্বকে লাগালে বা এটি নিয়মিত সেবন করলে ত্বকের প্রদাহ কমে যায় এবং ত্বকে নতুন কোষ গজায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Fall Control Tips: আয়ুর্বেদের 'মহৌষধ'! চুল ও ত্বকের বন্ধু, জলে জন্মানো এই গাছটি দুই মারণরোগের যম, জানুন