TRENDING:

Hair Fall Control Tips: ভেজা চুল বেশি ওঠে, ড্রায়ার ব্যবহার না করেও ৫ মিনিটে চুল শুকনো সম্ভব! রইল সহজ টিপস

Last Updated:
Hair Fall Control Tips: গরমের দিনে মাথা ভিজিয়ে স্নান করে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে যান। অনেকে আবার দীর্ঘ সময় ভেজা মাথায় ঘরে থাকেন। এই ভেজা চুল কিন্তু বেশি ওঠে।
advertisement
1/9
ভেজা চুল বেশি ওঠে, ড্রায়ার ব্যবহার না করে ৫ মিনিটে চুল শুকনো সম্ভব! রইল সহজ টিপস
চুল পড়ার সমস্যা ঘরে ঘরে। বিশেষ করে ওয়েদার চেঞ্জ হওয়ার সময় তো আরও বেশি। শুধু মহিলারাই নন এই সমস্যায় জর্জরিত ছেলেরাও। আসলে যুগ পালটেছে। আজকাল ছেলেরাও নিজেদের চেহারার বেশ যত্ন নেন। তাই চুল নিয়ে পরামর্শ দিতে গেলে ছেলে মেয়ে উভয়কেই দিতে হয়।
advertisement
2/9
গরমের দিনে মাথা ভিজিয়ে স্নান করে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে যান। অনেকে আবার দীর্ঘ সময় ভেজা মাথায় ঘরে থাকেন। এই ভেজা চুল কিন্তু বেশি ওঠে। ফলে চুল শুকনোর প্রয়োজন।
advertisement
3/9
কিন্তু সব সময় ড্রায়ার মেশিন ব্যবহার করাও চুলের পক্ষে ক্ষতিকারক। ল শুকনোটাই সবচেয়ে বড় সমস্যা। তা সে ছোটো চুল হোক বা বড়। তবে ছোটো চুল তাও খানিকটা দ্রুত শুকিয়ে যায়। কিন্তু লম্বা বড় চুল হলেই বিপদ। দ্রুত চুল শুকিয়ে নেওয়ার কয়েকটি সহজ টিপস জানুন।
advertisement
4/9
স্নান করার পর অনেকেই চুল শোকাতে গামছা বা তোয়ালে মাথায় জড়িয়ে নেন। সাধারণ তোয়ালের বদলে মাথায় পেপার তোয়ালে বাঁধুন। তোয়ালে বা গামছা দিয়ে ঘষে ঘষে চুল মুছলে চুল ঝরার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই তোয়ালে দিয়ে যদি চুল শুকনো করে নিতেই হয়, তাহল তোয়ালে দিয়ে চেপে চেপে চুলের জল শুকনো করুন।
advertisement
5/9
চুলের পুষ্টির জন্য অনেকেই সিরাম অ্যাপ্লাই করেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, চুল তাড়াতাড়ি এবং ভাল করে শুকিয়ে নেওয়ার জন্য চুলে হেয়ার সিরাম অ্যাপ্লাই করাটাও বেশ কার্যকর। এর ফলে চুলের জট খুব সহজেই ছেড়ে যায় এবং চুলের ভিতরে ভাল করে বাতাস চলাচল করতে পারে। ফলে চুল শুকিয়ে যায় তাড়াতাড়ি। তাই চুল তাড়াতাড়ি শুকনো করার জন্য চুলের জট আগে ছাড়িয়ে নেওয়া প্রয়োজন।
advertisement
6/9
চুল দ্রুত শুকনোর জন্য সবার আগে চুলের গোড়া শুকিয়ে নেওয়া প্রয়োজন। কারণ চুলের গোড়াতে বসে থাকা জল শুকোতে অনেকটা সময় লাগে। এর জন্য চুলের গোড়ার জল ভালো করে শুকিয়ে নিন। তার জন্য পাখার নীচে বসুন। বাড়িতে টেবিল ফ্যান থাকলে আরও ভাল।
advertisement
7/9
ফ্যানের হাওয়ার সামনে চুল রেখে আঙুল দিয়ে চুলের গোড়াগুলো আলতো করে বিলি কাটতে থাকুন। এর ফলে চুলের গোড়ায় সরাসরি হাওয়া ঢুকবে। আর গোড়া তাড়াতাড়ি শুকোলে বাকি চুল শুকোতে বেশি সময় লাগবে না।
advertisement
8/9
ড্রায়ারে চুলের ক্ষতি করে ঠিকই। কিন্তু একান্তই যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হয়, তাহলে খেয়াল রাখতে হবে যাতে ড্রায়ারটি কমপক্ষে ১৮০০ ওয়াটের হয়।
advertisement
9/9
এর চেয়ে কম ওয়াটের হলে প্রোডাক্টের মান মোটেও ভালো হয় না। এতে দ্রুত চুল শুকনো করাও সম্ভব তো হয়ই না, বরং চুল ড্রাই হয়ে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Fall Control Tips: ভেজা চুল বেশি ওঠে, ড্রায়ার ব্যবহার না করেও ৫ মিনিটে চুল শুকনো সম্ভব! রইল সহজ টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল