TRENDING:

Hair Color: পার্লারে গিয়ে টাকা ধ্বংস কেন? চুলের ক্ষতি না করে বাড়িতেই এভাবে করুন কালার

Last Updated:
তবে চুলে রঙ করা মানেই পার্লার যাওয়া, দামি হেয়ার কালার লাগানো৷ অর্থাৎ একগাদা টাকার ধাক্কা৷ কিন্তু জানেন কি ঘরে বসেই আপনি নিজেই নিজের চুলে রং করতে পারবেন৷
advertisement
1/8
পার্লারে গিয়ে টাকা ধ্বংস কেন? চুলের ক্ষতি না করে বাড়িতেই এভাবে করুন কালার
চুলে রঙ করার প্রবণতা এখন অনেকটাই বেড়েছে৷ লাল, নীল, সোনালি থেকে সাদা, নানা রঙে চুলকে রাঙিয়ে তুলছে নতুন প্রজন্ম৷ আবার অল্প বয়সে চুলে পাক ধরার বা চুল সাদা হয়ে যাওয়ার সমস্যাও এখন বেড়েছে৷ ফলে পাল্লা দিয়ে বাড়ছে চুলে রঙ করার প্রবণতাও৷ সাদা চুলকে কালো করাই হোক বা কালো চুলে অন্য রঙের ছোঁয়া দেওয়াই হোক, চুলে রঙ করা হাল ফ্যাশনের স্টাইল স্টেটমেন্টের তালিকায় জায়গা করে নিয়েছে৷
advertisement
2/8
তবে চুলে রঙ করা মানেই পার্লার যাওয়া, দামি হেয়ার কালার লাগানো৷ অর্থাৎ একগাদা টাকার ধাক্কা৷ ইচ্ছে থাকলেও তাই অনেকেই অনেক সময় এড়িয়ে যান৷ তাছাড়া কেমিক্যাল হেয়ার কালারের অনেক সময় চুলের ক্ষতি হওয়ার ভয়ও থেকে যায়৷ কিন্তু জানেন কি ঘরে বসেই আপনি নিজেই নিজের চুলে রং করতে পারবেন৷ জেনে নিন বাড়ি বসেই মনের নতো রঙে চুলকে রাঙিয়ে তোলার সঠিক উপায়৷
advertisement
3/8
একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাড়িতে চুলে রং করার আগে প্যাচ টেস্ট করে নিন৷ এর জন্য একটি পাত্রে অল্প পরিমাণে রং মেশান। এই মিশ্রণটি একটু নিন এবং আপনার কানের পিছনের ত্বকে বা কব্জিতে লাগান। এর পরে, কমপক্ষে ২৪ ঘন্টা দেখুন কোনও অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে কিনা৷ কোনও ধরনের অ্যালার্জি না থাকলে ঘরে বসেই চুলে রং লাগাতে পারেন।
advertisement
4/8
বাজার থেকে যেই চুলের রঙই কিনুন না কেন, তাতে লেখা নির্দেশনাগুলো একবার ভাল করে পড়ুন। এ জন্য ওই প্যাকেট বা বাক্স ব্যবহার না করে ফেলে দেবেন না। প্যাকেটের নির্দেশগুলো সঠিকভাবে পড়ার পর বাড়িতে একবার হেয়ার কালার লাগিয়ে নিলে চুলের তেমন কোনও ক্ষতি হবে না এবং চুলও ভাল কালার হবে।
advertisement
5/8
প্যাকেটে যা লেখা আছে তার চেয়ে বেশিক্ষণ চুলের রঙ রেখে দিলে চুল প্রাণহীন, নিস্তেজ এবং ক্ষতিগ্রস্থ হতে পারে। ভাল ফলাফল পেতে সমস্ত নির্দেশাবলী অনুসরণ করুন৷
advertisement
6/8
আপনি যদি বাড়িতে নিজেই চুলের রঙ করতে যাচ্ছেন তবে নন-অ্যামোনিয়া হেয়ার কালার ব্যবহার করুন৷ নন-অ্যামোনিয়া হেয়ার কালার চুলের জন্য সবচেয়ে ভাল। এটি রাসায়নিক গন্ধ, চোখে জ্বালাপোড়া এড়াবে এবং চুলের ক্ষতিও করবে না।
advertisement
7/8
চুলের বিশেষ কোনও সমস্যা থাকলে বা কোনও মাথায় কোনও ধরনের চিকিৎসা করলে চুলে রং করবেন না৷ এক্ষেত্রে অন্তত এক সপ্তাহ অপেক্ষা করে নিজের চুলে রং করা উচিত, তা না হলে চিকিৎসার পরপরই রং করলে চুলের ক্ষতি হতে পারে।
advertisement
8/8
আপনি যদি সম্প্রতি চুলের কোনও চিকিত্সা করে থাকেন তবে আপনার চুলে রঙ করা এড়িয়ে চলুন। এ জন্য এক সপ্তাহ অপেক্ষা করে নিজের চুলে রং করা উচিত, তা না হলে চুলের চিকিৎসার পরপরই রং করলে চুলের ক্ষতি হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Color: পার্লারে গিয়ে টাকা ধ্বংস কেন? চুলের ক্ষতি না করে বাড়িতেই এভাবে করুন কালার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল