TRENDING:

Hair Care Tips: টাকেও গজাবে চুল! বর্ষাকালে চুলের যত্নে সেরা এই তিন ভেষজ! জানুন ব্যবহারের পদ্ধতি

Last Updated:
Hair Care Tips: এই তিন ভেষজে জাদুর মতো কাজ করবে চুলে! বর্ষাকালে একমাত্র ভরসা! জানুন ভেষজের গুণ ও ব্যবহারের পদ্ধতি
advertisement
1/7
টাকেও গজাবে চুল! বর্ষাকালে চুলের যত্নে সেরা এই তিন ভেষজ! জানুন ব্যবহারের পদ্ধতি
ঘন কালো মাথা ভর্তি চুল সকলেই চায়! কিন্তু বর্ষাকালে চুল পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক। আবার অনেক সময় দেখা যায় চুল পড়তে পড়তে টাক পড়ে যায় অনেকের! সে ক্ষেত্রে টাক পড়া এবং ঘন কালো চুলের জন্য ভরসা করতে হবে এই তিন ভেষজের উপর! photo source collected
advertisement
2/7
প্রথমেই আসবে জবার পাতা। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। গবেষকদের দাবি জবার পাতা চুলের বৃদ্ধিতে খুব কাজ দেয়। চুল পড়া আটকায়। নতুন চুল গজাতে সাহায্য করে। এমনকি চুলের জেল্লা বাড়তেও দারুণ কাজের। জানতে হবে ব্যবহার। photo source collected
advertisement
3/7
এক মুঠো জবা পাতা নিয়ে ভাল করে ধুয়ে পেস্ট করে নিন। এর পর সামান্য টক দই মিশিয়ে ভাল করে মাথায় লাগান। ৩০ মিনিট রেখে ভাল করে ধুয়ে নিন। কয়েক দিনেই ভাল ফল পাবেন! photo source collected
advertisement
4/7
কারিপাতা। বাড়িতেও থাকে এই গাছ! কারি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট থাকে! চুলে পুষ্টির যোগান দেয় এই পাতা। চুল পড়া কমায়। চুলের বৃদ্ধিতে সাহায্য করে! জানুন কীভাবে ব্যবহার করবেন! photo source collected
advertisement
5/7
রাতে মেথিদানা ভিজিয়ে রাখুন। সকালে তার সঙ্গে একটা আমলকি ও কারি পাতা এক মুঠো নিয়ে ভাল করে পেস্ট করে নিন! এর পর মাথায় চুলের গোড়ায় ভাল করে ব্যবহার করুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। photo source collected
advertisement
6/7
কেশুতি পাতা। রাস্তাঘাটে যেকোনও জায়গায় এই গাছ দেখতে পাওয়া যায়! এই পাতা চুল কালো করে। চুল পড়া বন্ধ করে। মাথায় টাক পোকা লাগলে বা টাক পড়লে সেই জায়গাতেও চুল গজাতে সাহায্য করবে! জানতে হবে ব্যবহার! photo source collected
advertisement
7/7
কেশুতি পাতা তুলে নিয়ে ভাল করে দুয়ে নিন। এর পর বেটে রস বের করে নিন। তারপর সেই রস গোটা চুলের আগা থেকে ডগা লাগিয়ে নিন। ঘণ্টা খানেক রেখে শ্যাম্পু করে নিন। উপকার পাবেন ঝট করে!photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care Tips: টাকেও গজাবে চুল! বর্ষাকালে চুলের যত্নে সেরা এই তিন ভেষজ! জানুন ব্যবহারের পদ্ধতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল