Hair Care Tips: চুলে কতদিন অন্তর-অন্তর শ্যাম্পু করবেন? জেনে নিন ‘সঠিক উত্তর’
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
শীতকালে খুশকির সমস্যায় জেরবার থাকি কমবেশি আমরা সকলে৷ সুন্দর সুস্থ চুল পেতে জরুরি নির্দিষ্ট সময় অন্তর শ্যাম্পু করা উচিত৷
advertisement
1/10

শীতকালে খুশকির সমস্যায় জেরবার থাকি কমবেশি আমরা সকলে৷ সুন্দর সুস্থ চুল পেতে জরুরি নির্দিষ্ট সময় অন্তর শ্যাম্পু করা উচিত৷
advertisement
2/10
শ্যাম্পু কেবল নোংরা চিটচিটে ভাব দূর করে চুলকে ঘন, সুস্থ করে না, চুলের গোড়াও মজবুত করে৷ চুল সফ্ট ও সিল্কি হয়ে ওঠে৷
advertisement
3/10
চুলের প্রকারভেদে শ্যাম্পু বাছাই করা হয়৷ শুকনো তেলতেলে বা সাধারণের জন্য আলাদা শ্যাম্পু হয়ে থাকে৷
advertisement
4/10
চুলের প্রকার ও সমস্যা বুঝে আলাদা-আলাদা ধরনের শ্যাম্পু ব্যবহার করা হয়৷ কিন্তু কতদিন অন্তর শ্যাম্পু করা উচিত? সেই নিয়ে অনেকেই বিভ্রান্ত৷
advertisement
5/10
অনেকেই অতিরিক্ত শ্যাম্পু করায় চুল তাঁর প্রয়োজনীয় আর্দ্রতা হারায়৷ আবার বেশিদিন অন্তর শ্যাম্পু করলে চুলে নোংরা জমে যায়৷
advertisement
6/10
চিকিৎসকেরা জানিয়েছেন, আপনি রোজই শ্যাম্পু করতে পারেন৷ তাতে সমস্যার কিছু নেই৷ শুধু কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরি৷
advertisement
7/10
চিকিৎসকদের মতে, আপনি যদি খুব আর্দ্র পরিবেশে থাকেন, প্রচুর ঘাম হয় তাহলে প্রতিদিনই চুলে শ্যাম্পু করতে পারেন৷
advertisement
8/10
সেক্ষেত্রে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়, অনেকেই আছেন, যাঁরা চুল ধুয়েও শ্যাম্পু লাগান না৷ এইরকম অবস্থায় চুল একেবারই পরিষ্কার হয় না৷
advertisement
9/10
চুল যদি অনেকক্ষণ ভেজা থাকে, তাহলে চুলের নমনীয়তা হারিয়ে যায়৷ যার ফলে চুল পড়তে শুরু করে৷
advertisement
10/10
তাই সপ্তাহে ৪ থেকে ৫ বার শ্যাম্পু করলে ক্ষতি নেই৷ কিন্তু শ্যাম্পু ছাড়া চুল ধোবেন না৷ শ্যাম্পু ছাড়া চুল ধুলে আপনার চুল পরিষ্কার তো হবেই না৷ বরং চুল ছিঁড়তে শুরু করবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care Tips: চুলে কতদিন অন্তর-অন্তর শ্যাম্পু করবেন? জেনে নিন ‘সঠিক উত্তর’