Hair Care Tips: চুল খুব পাতলা? টাক দেখা যাচ্ছে? এই কৌশলে যত্ন নিলেই চুল হবে ঘন-কালো ঝলমলে!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Hair Care Tips: পাতলা চুলের যত্ন নিন এভাবে! চুলের ক্ষতি হবে কম! চুলের মান থাকবে দীর্ঘ সময় পর্যন্ত ভাল
advertisement
1/9

অনেক মহিলাদের চুল বিনুনি করলে বা খোঁপা করলে দেখতে ভাল লাগে। কিন্তু, অনেকের মাথার সামনেটা ফাঁকা দেখায় বিনুনি কিংবা খোঁপা করলে।
advertisement
2/9
তবে সব পোশাকের সঙ্গে উঁচু করে চুল বেঁধে রাখলে দেখতেও খারাপ লাগে। বেশি ক্ষণ ক্লাচার দিয়ে চুল আটকে রাখলেও সমস্যা দেখা দেয় চুলের।
advertisement
3/9
পাতলা চুলে বেশি টান পড়লে গোড়া থেকে ছিঁড়ে পড়ার প্রবণতা বেড়ে যায়। সেক্ষেত্রে সালোঁয় গিয়ে চুলের ট্রিটমেন্ট করালেও কাজের কাজ কিছুই হয় না।
advertisement
4/9
রূপচর্চায় অভিজ্ঞ গৃহবধু সোমা দাস জানান, পাতলা চুল রাতারাতি ঘন হয়ে যায় না। ধৈর্য ধরে সঠিক ভাবে চুলের পরিচর্যা করলে ধীরে ধীরে সমস্যা নিয়ন্ত্রণে আসে।
advertisement
5/9
চুলের ঘনত্ব বৃদ্ধি করতে হলে পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। জিঙ্ক, ম্যাগনেশিয়াম, আয়রনের মতো খনিজ চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং চুলের মান ভাল থাকে।
advertisement
6/9
তবে পাতলা চুলে ঘন ঘন কায়দা করলেও সমস্যা বেড়ে ওঠে অনেকটাই। অতিরিক্ত তাপ লাগলে বা বেশি রাসায়নিক ব্যবহারেও চুলের ক্ষতি হতে পারে।
advertisement
7/9
এক্ষেত্রে চুল ভাল রাখতে এমন শ্যাম্পু, কন্ডিশনার কিনতে হবে। যেগুলি পাতলা চুলের জন্যই তৈরি। যা মাথার ত্বক, চুলের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি চুলের ঘনত্ব বৃদ্ধি করবে।
advertisement
8/9
চুল বেশি রুক্ষ হলে শ্যাম্পু করার আগে প্রি-কন্ডিশনিং মাস্ক ব্যবহার করা উচিত। তবে বেশি মাত্রায় নয়। পাতলা চুলের জন্য সপ্তাহে এক দিন এই মাস্ক ব্যবহার করা যথেষ্ট।
advertisement
9/9
প্রাকৃতিক উপাদানে তৈরি মোটা দাঁড়ার চিরুনি ব্যবহার করা যেতে পারে পাতলা চুলের ক্ষেত্রে। তাতে চুল ছিঁড়ে যাওয়া বা জট পড়ার সমস্যা অনেকটা কম থাকবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care Tips: চুল খুব পাতলা? টাক দেখা যাচ্ছে? এই কৌশলে যত্ন নিলেই চুল হবে ঘন-কালো ঝলমলে!