Hair Care Tips: বর্ষাকালে চুলের বারোটা পাঁচ! খোদ বিউটিশিয়ান বাতলে দিলেন সস্তার বাড়ির এই জিনিসেই চুল সিল্কি করার উপায়
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
Hair Care Tips: বর্ষা-বাদলে চুলে ঝরে যাওয়ার সমস্যায় জেরবার? এই ঘরোয়া উপায়ে সমস্যা তো কমবেই, সেই সঙ্গে চুলও হবে নরম, রেশমি এবং জেল্লাদার
advertisement
1/9

বৃষ্টির দিনে চুল পড়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। এই নিয়ে অধিকাংশ মানুষই চিন্তিত হয়ে পড়েন। তবে এই সমস্যা প্রতিরোধ করার জন্য আমরা কিন্তু ঘরোয়া প্রতিকার অবলম্বন করে দেখতে পারি। Photo- Representative
advertisement
2/9
যা অবলম্বন করলে আমাদের চুল ঝরার মতো সমস্যা কমে যেতে পারে। তাই আজ আমরা বিউটি এক্সপার্টদের কাছ থেকে জেনে নেব, কোন ঘরোয়া প্রতিকার অবলম্বন করে চুলের স্বাস্থ্য বজায় রাখা যায়। Photo- Representative
advertisement
3/9
বর্ষাকালে খুশকি ও উকুনের সমস্যা অনেকটাই বেড়ে যায়। এর পাশাপাশি খাদ্যাভ্যাসের অনিয়মের কারণেও চুল ঝরে পড়তে শুরু করে। এমনটা এড়ানোর জন্য আমরা ঘরোয়া প্রতিকার অবলম্বন করতে পারি। পলামৌয়ের বিউটি এক্সপার্ট অরুণা ভাসিন Local 18-কে বলেন যে, বৃষ্টির দিনে চুল ঝরার সমস্যা অনেকটাই বেড়ে যায়। Photo- Representative
advertisement
4/9
অনেক মহিলা এসে অভিযোগ করেন যে, তাঁদের চুল ঝরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা তাঁদের ঘরোয়া প্রতিকারের পরামর্শ দেওয়ারই চেষ্টা করি। Photo- Representative
advertisement
5/9
তিনি বলেন, চুলে দই লাগালে চুল পড়া কমে যায়। এর জন্য দইয়ের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। তারপর এটি চুলে প্রয়োগ করতে হবে। আধ ঘণ্টা পরে চুল ধুয়ে ফেলতে হবে। এতে চুল নরম ও জেল্লাদার হবে। আর সেই সঙ্গে চুল ঝরে পড়াও কমে যাবে। শুধু তা-ই নয়, এতে মেথি ও জবা ফুলের নির্যাসও যোগ করা যেতে পারে। Photo- Representative
advertisement
6/9
অরুণা ভাসিন আরও বলেন যে, বর্ষায় চুলে জীবাণুর প্রভাব বেড়ে যায়, তাই চুলে ঝরে যেতে থাকে। এর জন্য সপ্তাহে দুই থেকে তিন বার চুল পরিষ্কার করতে হবে। কারণ বৃষ্টির দিনে চুল আঠালো হয়ে যেতে থাকে। যার কারণে চিরুনি দিয়ে আঁচড়ালেই চুল ঝরে পড়তে শুরু করে। Photo- Representative
advertisement
7/9
অরুণা ভাসিনের বক্তব্য, একটা কথা মাথায় রাখতে হবে, ভেজা চুল কখনওই আঁচড়ানো ঠিক নয়। এর ফলে চুল পড়তে থাকে। এছাড়াও মুলতানি মাটির মধ্যে গোলাপজল ও জবা ফুলের নির্যাস মিশিয়ে মিশ্রণ তৈরি করেও চুলে লাগানো যেতে পারে। এটি চুলে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এতেও চুল পড়া কমে যাবে। Photo- Representative
advertisement
8/9
তিনি আরও বলেন যে, চুলে খাঁটি সরিষার তেল লাগানো যেতে পারে। এছাড়া চুলে নারকেল তেল লাগানোও ভাল। তবে খুব বেশি সময় ধরে চুলে তেল দিয়ে রাখা একেবারেই উচিত নয়। তেল লাগানোর এক থেকে দুই ঘণ্টা পরে চুল ধুয়ে ফেলতে হবে। Photo- Representative
advertisement
9/9
যাতে চুলে খুশকির আক্রমণ না হয়। তিনি বলেন, শরীরে পুষ্টির অভাবের কারণেও চুল পড়ে। তাই সবাইকে সবুজ শাকসবজি ও অর্গ্যানিক খাদ্যদ্রব্য নিয়মিত খাদ্যাভ্যাসে যোগ করতে হবে। Photo- Representative
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care Tips: বর্ষাকালে চুলের বারোটা পাঁচ! খোদ বিউটিশিয়ান বাতলে দিলেন সস্তার বাড়ির এই জিনিসেই চুল সিল্কি করার উপায়