Haircare: টাকে গজাবে চুল ! দূর হবে খুশকি, কমবে চুল পড়া ! জেনে নিন উপায়
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Haircare: টাক পড়া হোক বা চুল উঠে যাওয়া ! সব সমস্যার সমাধান এবার আপনার হাতের মুঠোয়...
advertisement
1/5

চুল পড়ছে। কিছুতেই বন্ধ করতে পারছেন না চুল ওঠা। টাক পড়ে যাচ্ছে? তবে ভয় পাওয়ার কিছু নেই! হাতের সামনেই এমন কিছু উপায় আছে, যা থেকে এই সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই। photo source collected
advertisement
2/5
বাজারে খোঁজ করলেই পেয়ে যবেন ব্রাহ্মী শাক। এই শাক নিয়মিত খান। এবং বেটে চুলের গোড়ায় রস লাগান। কাজ দেবে চটজলদি। photo source collected
advertisement
3/5
ভৃঙ্গরাজ-এর পাতা বেটে চুলের গোড়ায় লাগান। এতে চুল বড় হবে। এবং বাড়বে চুলের ঘনত্বও। photo source collected
advertisement
4/5
রোজ সকালে খালি পেটে আমলকি খান। চুলের স্বাস্থ্য সতেজ রাখতে এর থেকে ভাল কিছু নেই। কমবে চুল পড়াও। photo source collected
advertisement
5/5
খুশকি, টাক পড়া থেকে বাঁচতে সপ্তাহে কম করে দু'দিন মেথি বেটে চুলের গোড়ায় লাগান। আগের দিন রাতে মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন তা বেটে মাথায় লাগান। মেথি ভেজানো জল খেতেও পারেন। মিলবে উপকার। photo source collected