TRENDING:

পুজো শেষ বলে কি স্টাইলও শেষ? চুলের যত্নে কফি লাগান, ঘন-কালো-মসৃণ হবে, তরতাজাও থাকবে!

Last Updated:
চুলের বৃদ্ধিতেও কফির হাত রয়েছে। কফি মাথার ত্বককে এক্সফোলিয়েট করে। রক্ত সঞ্চালন বাড়ায়। চুলের যত্নে কীভাবে কফি ব্যবহার করতে হয়? চুলের ধরন অনুযায়ী তার হালহদিশ জানানো হল।
advertisement
1/8
পুজো শেষ বলে কি স্টাইলও শেষ? চুলের যত্নে কফি লাগান, ঘন-কালো-তরতাজা-মসৃণ হবে চুল!
ঘুম থেকে উঠেই এক কাপ কফি। মেজাজ জমজমাট। ইদানীং ত্বকচর্চায় কফি স্ক্রাবার ব্যবহার করা হচ্ছে। এতে ত্বক উজ্জ্বল হয়। কিন্তু অনেকেই জানেন না, চুলের যত্নেও ম্যাজিক দেখাতে পারে কফি। হ্যাঁ, বেশ কয়েকটি উপাদান রয়েছে, যার সঙ্গে কফি মেশালে চুল হয় প্রাণবন্ত।
advertisement
2/8
শুধু তাই নয়, চুলের বৃদ্ধিতেও কফির হাত রয়েছে। কফি মাথার ত্বককে এক্সফোলিয়েট করে। রক্ত সঞ্চালন বাড়ায়। চুলের যত্নে কীভাবে কফি ব্যবহার করতে হয়? চুলের ধরন অনুযায়ী তার হালহদিশ জানানো হল।
advertisement
3/8
ভঙ্গুর এবং ফ্রিজি চুলের জন্য: এ জন্য লাগবে দই, কফি এবং লেবুর রস। ১ কাপ দইতে ১ টেবিল চামচ কফি মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনও অংশ ডেলা পাকিয়ে না যায়। এরপর সেই পেস্টে আধ চা চামচ লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
advertisement
4/8
এবার মিশ্রণটা চুলের গোড়ায় লাগাতে হবে। মিনিট ২০ ওভাবেই থাক। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে সাধারণ জলে। দই চুলে মসৃণ ভাব নিয়ে আসবে, কফি যোগ করবে বাড়তি দীপ্তি।
advertisement
5/8
চুলের বৃদ্ধির জন্য: এই পেস্ট তৈরি করতে লাগবে কফি আর নারকেল তেল। অল্প আঁচে ১/৪ কাপ নারকেল তেল গরম করতে হবে। তাতে ১ টেবিল চামচ রোস্টেড কফি বিন দিয়ে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এবার শ্যাম্পু করার আগে মিশ্রণটা ছেঁকে নিয়ে চুলে লাগাতে হবে। নারকেল তেল আর কফি পাউডার মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে।
advertisement
6/8
প্রাকৃতিক হেয়ার ডাই: লাগবে কফি পাউডার, লেবু আর দারচিনি গুঁড়ো। একটা পাত্রে এক টেবিল চামচ কফি পাউডার নিয়ে তাতে ২-৩ ফোঁটা লেবুর রস ভাল করে মিশিয়ে নিতে হবে। সবশেষে দিতে হবে দারচিনি গুঁড়ো। ভেজা চুলে এই পেস্টটা লাগাতে হবে।
advertisement
7/8
শুকোনোর জন্য সময় দিতে হবে এক ঘণ্টা। হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিতে হবে। কফি প্রাকৃতিক চুলের রঞ্জক হিসাবে ব্যবহার করা যেতে পারে। এতে দারচিনি যোগ করলে তা মাথার ত্বককে উদ্দীপিত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
advertisement
8/8
তাজা এবং স্বাস্থ্যকর চুলের জন্য: এজন্য লাগবে শুধু কফি। চুল শ্যাম্পু করে শুকিয়ে নিতে হবে। এবার কফি তৈরি করে সেটা ঢেলে দিতে হবে চুলে। এভাবে ৫ মিনিট থাকার পর জলে ধুয়ে ফেলতে হবে। প্রতিবার চুল শ্যাম্পু করার পর এটা করলে হাতেনাতে ফল মিলবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
পুজো শেষ বলে কি স্টাইলও শেষ? চুলের যত্নে কফি লাগান, ঘন-কালো-মসৃণ হবে, তরতাজাও থাকবে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল