Effective Home Remedies For Dandruff: বর্ষা আসতেই চুল, ভ্রুতে খুশকি হচ্ছে? উঠছে মুঠো মুঠো চুল? নারকেল তেলে মেশান 'এই' জিনিস, চিরতরে ভ্যানিশ গোড়া থেকে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Effective Home Remedies For Dandruff: রাসায়নিক দ্রব্য নয়, একেবারে ঘরোয়া উপায়ে চুল সুস্থ এবং মজবুত করার চাবিকাঠি রয়েছে আপনার হাতেই। খুশকিও দূর করতে পারে এই ঘরোয়া প্রতিকার।
advertisement
1/5

*খুশকির কার্যকরী ঘরোয়া প্রতিকার: বর্ষাকালে চুল পড়ার সমস্যা কয়েকগুণ বেড়ে যায়। সেই সঙ্গে চুলের ক্ষতিও বেশি হয়। সুতরাং, যদি চুল পড়া নিয়ে আপনি নাজেহাল হয়ে যান, তাহলে এই প্রতিকারটি আপনার জন্য কাজে আসতে পারে। রাসায়নিক দ্রব্য নয়, একেবারে ঘরোয়া উপায়ে চুল সুস্থ এবং মজবুত করার চাবিকাঠি রয়েছে আপনার হাতেই। খুশকিও দূর করতে পারে এই ঘরোয়া প্রতিকার।
advertisement
2/5
*নারকেল তেলঃ আপনার যদি খুব বেশি চুল পড়ে, তাহলে আপনার নারকেল তেল ব্যবহার করা উচিত। নারকেল তেল চুলের খুশকি দূর করতে কাজ করে। এর জন্য প্রথমে দুই চা চামচ নারকেল তেল গরম করে নিন। এরপর সেই তেলে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ১০ মিনিট মাসাজ করুন। আধ ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। লেবুর রস পিএইচ-এর ভারসাম্য বজায় রাখে এবং চুলের খুশকি নিয়ন্ত্রণ করে। সপ্তাহে দু'বার এই মিক্স ব্যবহার করতে পারেন।
advertisement
3/5
*অ্যালোভেরা জেলঃ চুলে খুশকি দূর করতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল নিয়ে চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। অ্যালোভেরায় অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা খুশকি দূর করতে কাজ করে। সপ্তাহে দু'বার এই কাজটি করতে পারেন। এই প্রতিকারটি চুলকে সিল্কি এবং চকচকে করে তুলবে।
advertisement
4/5
*দইঃ দই চুলকে সিলকি ও ঝলমলে করতে কাজ করে। পাশাপাশি এটি আপনার চুলের খুশকিও দূর করে। এই প্রতিকারটি করার জন্য প্রথমে ২ চা চামচ মেথি সারা রাত জলে ভিজিয়ে রাখুন। তারপর একটি মিক্সারে এই মেথির পেস্ট তৈরি করুন। তারপর দইয়ের সঙ্গে সেই পেস্ট মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই পেস্ট চুলে লাগাতে পারেন। এই পেস্ট চুলের খুশকি দূর করবে।
advertisement
5/5
*Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে। কোনও প্রতিকারের চেষ্টা করার আগে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। নিউজ 18 বাংলা এই বিষয়ে নিশ্চিত নয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Effective Home Remedies For Dandruff: বর্ষা আসতেই চুল, ভ্রুতে খুশকি হচ্ছে? উঠছে মুঠো মুঠো চুল? নারকেল তেলে মেশান 'এই' জিনিস, চিরতরে ভ্যানিশ গোড়া থেকে