Guru Pradosh Vrat 2023: আজ পবিত্র গুরু প্রদোষ ব্রতপালনের তিথি! কত ক্ষণ আছে এই শুভ তিথি? জানুন নির্ঘণ্ট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Guru Pradosh Vrat 2023: প্রদোষ দিবস কোনও বার বৃহস্পতিবারে পড়লে তাকে বলা হয় গুরু প্রদোষ দিবস৷ কারণ বৃহস্পতিবার হল দেবতাদের গুরু বৃহস্পতির নামে নামাঙ্কিত৷
advertisement
1/7

গুরু প্রদোষ তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই তিথিতে শিব-পার্বতীর পুজো করা হয়৷
advertisement
2/7
প্রদোষ দিবস কোনও বার বৃহস্পতিবারে পড়লে তাকে বলা হয় গুরু প্রদোষ দিবস৷ কারণ বৃহস্পতিবার হল দেবতাদের গুরু বৃহস্পতির নামে নামাঙ্কিত৷
advertisement
3/7
প্রতি মাসে দু’বার প্রদোষ ব্রত পালন করা হয়৷ শুক্ল পক্ষ ও কৃষ্ণ পক্ষে একবার করে এই ব্রত পালিত হয়৷
advertisement
4/7
আজ, বৃহস্পতিবার আশ্বিনের ত্রয়োদশী তিথিতে কৃষ্ণপক্ষে পালিত হবে প্রদোষ ব্রত৷
advertisement
5/7
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বুধবার বিকেল ৫.৩৭ মিনিটে শুরু হয়েছে ত্রয়োদশী তিথি৷ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৫৩ পর্যন্ত থাকবে এই শুভক্ষণ৷
advertisement
6/7
আজ শিব পার্বতীর পুজোর শুভ সময় হল বিকেল ৫.২৬ থেকে সন্ধ্যা ৭.৫৩ পর্যন্ত৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Guru Pradosh Vrat 2023: আজ পবিত্র গুরু প্রদোষ ব্রতপালনের তিথি! কত ক্ষণ আছে এই শুভ তিথি? জানুন নির্ঘণ্ট