Guava (Peyara) Side Effects: যতই লোভ লাগুক, ভুলেও পেয়ারা দাঁতে কাটবেন না ‘এঁরা’! মুখে দিলেই বারোটা বাজবে শরীরের! জানুন কারা এই ফল খেলেই সাড়ে সর্বনাশ!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Guava (Peyara) Side Effects: অ্যান্টি ইনফ্লেম্যাটরি, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা পেয়ারা মস্তিষ্ক ও স্নায়ুরোগ দূরে রাখে৷ এছাড়াও একাধিক উপকারিতায় ভরা এই ফলও কিন্তু সকলের জন্য প্রযোজ্য নয়৷ জানুন কাদের জন্য এবং কোন ক্ষেত্রে দূরে থাকতে হবে পেয়ারা থেকে৷
advertisement
1/6

বর্ষাকালের ফল মানেই পেয়ারা৷ বছরভর পেয়ারা পাওয়া গেলেও বৃষ্টির মরশুমে এই ফলের স্বাদই আলাদা৷ বিটনুন মাখিয়ে, কাসুন্দি দিয়ে মজিয়ে পেয়ারা দেখলে জিভে জল আসে অনেকেরই৷ পেয়ারা অন্যতম পুষ্টিকর ফল৷ কাঁচা বা পাকা যে অবস্থাতেই খাওয়া হোক না কেন, এর স্বাস্থ্যগুণ অবহেলা করা যায় না৷ ভিটামিন বি, ভিটামিন কে, সেলেনিয়াম, জিঙ্ক, কপার , ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে আছে এই ফলে৷
advertisement
2/6
অ্যান্টি ইনফ্লেম্যাটরি, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা পেয়ারা মস্তিষ্ক ও স্নায়ুরোগ দূরে রাখে৷ এছাড়াও একাধিক উপকারিতায় ভরা এই ফলও কিন্তু সকলের জন্য প্রযোজ্য নয়৷ জানুন কাদের জন্য এবং কোন ক্ষেত্রে দূরে থাকতে হবে পেয়ারা থেকে৷ বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা৷
advertisement
3/6
পেয়ারায় যাঁদের অ্যালার্জি আছে, তাঁদের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এর থেকে৷ সদ্য মা হয়ে যাঁরা ব্রেস্টফিডিং করাচ্ছেন তাঁদেরও এড়িয়ে যেতে হবে পেয়ারা৷ পেট ফাঁপা, গা বমি বমি ভাব-সব বদহজমের সমস্যায় প্রায়ই ভুগতে থাকলে পেয়ারা খাওয়া বন্ধ করতে হবে৷
advertisement
4/6
এগজিমাকে অ্যাটোপিক ডার্মাটাইটিস-ও বলা হয়৷ ত্বকে চুলকানি, লালভাব, শুকনোভাব ও অন্য সমস্যা দেখা দিতে পারে এই রোগে৷ এগজিমা হয়ে থাকলে পেয়ারা বা এর পাতা খাওয়া চলবে না৷ তাহলে সমস্যা বাড়তে পারে৷
advertisement
5/6
পেয়ারার কম গ্লাইসেমিক ইনডেক্সের জন্য রক্তে শর্করা বাড়ে না৷ ব্লাড সুগার থাকলে বেশি পেয়ারা খাবেন না৷ তাহলে রক্তে শর্করা অস্বাভাবিক কমে হিতে বিপরীত হতে পারে৷ ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমিত পরিমাণে খান৷
advertisement
6/6
কোনও অস্ত্রোপচারের আগে অন্তত সপ্তাহ দুয়েক পেয়ারা রাখবেন না ডায়েটে৷ কারণ রক্তে শর্করার পরিমাণ কমে গিয়ে রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Guava (Peyara) Side Effects: যতই লোভ লাগুক, ভুলেও পেয়ারা দাঁতে কাটবেন না ‘এঁরা’! মুখে দিলেই বারোটা বাজবে শরীরের! জানুন কারা এই ফল খেলেই সাড়ে সর্বনাশ!