Guava Leaves|Skin Care: ফল নয়! পেয়ারা পাতার কোমল ছোঁয়ায় ত্বক হয়ে উঠুক নিখুঁত, নির্দাগ এবং জেল্লাদার!
Last Updated:
Guava Leaves|Skin Care: দেখে নেওয়া যাক, ত্বকের যত্নে কীভাবে পেয়ারা পাতা ব্যবহার করা যায়।
advertisement
1/10

#নয়াদিল্লি: পেয়ারা খেতে কে-না ভালোবাসেন! অনেকেই হয় তো জানেন না যে, পেয়ারা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আসলে পেয়ারায় এতটাই ভিটামিন-সি থাকে যে, দিনে একটি করে পেয়ারা খেলে আমাদের সারা দিনের ভিটামিন সি-এর চাহিদা পূরণ হয়ে যায়। প্রতীকী ছবি ৷
advertisement
2/10
এছাড়া এই ফলের মধ্যে পটাশিয়াম ও ফলিক অ্যাসিড থাকে, যা ত্বকের জন্য খুবই উপকারী। জানলে অবাক হতে হবে যে, পেয়ারার পাশাপাশি ত্বকের জন্য পেয়ারা পাতার গুরুত্বও অপরিসীম। তাহলে দেখে নেওয়া যাক, ত্বকের যত্নে কীভাবে পেয়ারা পাতা ব্যবহার করা যায়। প্রতীকী ছবি ৷
advertisement
3/10
তৈলাক্ত ত্বকের জন্য:, এক মুঠো পেয়ারা পাতা, ৫ টেবিল-চামচ জল, ২ টেবিল-চামচ লেবুর রস ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
পদ্ধতি: পেয়ারা পাতার সঙ্গে অল্প জল মিশিয়ে বেটে নিতে হবে। এবার একটি পাত্রে ২ টেবিল-চামচ পেয়ারা পাতা বাটা নিয়ে তাতে লেবুর রস মেশাতে হবে। এবার মিশ্রণটি ৩০ মিনিট মতো মুখে মেখে রাখতে হবে। তা শুকিয়ে যাওয়ার পরে ঠান্ডা জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে। প্রতীকী ছবি ৷
advertisement
5/10
টিপস: ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করতে এবং ত্বক পরিষ্কার রাখতে নিয়মিত এই প্যাকটি ব্যবহার করা উচিত।
advertisement
6/10
ব্রন ও ব্ল্যাকহেডের জন্য: এক মুঠো পেয়ারা পাতা, ৫ টেবিল চামচ জল, এক চিমটে হলুদ গুঁড়ো, ১ টেবিল-চামচ অ্যালোভেরা জেল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
পদ্ধতি: পেয়ারা পাতা ও জল দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এবার একটি পাত্রে ১ টেবিল-চামচ পেয়ারা পাতা বাটার সঙ্গে ১ টেবিল-চামচ অ্যালোভেরা জেল ও এক চিমটে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট মতো রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রতীকী ছবি ৷
advertisement
8/10
টিপস: ভালো ফল পাওয়ার জন্য সপ্তাহে দুই কিংবা তিন দিন এই প্যাকটি ব্যবহার করা উচিত। প্রতীকী ছবি ৷ ত্বকের জ্বালাভাবের জন্য:
advertisement
9/10
এক মুঠো পেয়ারা পাতা, ১ কাপ জল পদ্ধতি: ১ কাপ জলে এক মুঠো পেয়ারা পাতা দিয়ে ১০ মিনিট ফোটাতে হবে। তার পর আঁচ বন্ধ করে জল ছেঁকে পাতাগুলি সরিয়ে রাখতে হবে। ছেঁকে নেওয়া জল একটি পাত্রে রেখে ঠান্ডা করতে হবে। জল ঠান্ডা হলে তা একটি স্প্রে বোতলে ভরে রাখতে হবে। ত্বক সংবেদনশীল বা সেনসিটিভ হলে মুখ পরিষ্কার করার পরে এই স্প্রে-টি ব্যবহার করতে হবে। মশা কামড়ালে কিংবা ত্বকের জ্বালা-ভাব উপশম করতে ওই স্প্রে ব্যবহার করা যায়। প্রতীকী ছবি ৷
advertisement
10/10
টিপস: যদি মুখে বেশি ব্রন হয়, সেক্ষেত্রে এই স্প্রে-কে ফেস মিস্ট হিসেবেও ব্যবহার করা যায়। শুধু তার জন্য ওই স্প্রে-র মধ্যে কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নিতে হবে। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Guava Leaves|Skin Care: ফল নয়! পেয়ারা পাতার কোমল ছোঁয়ায় ত্বক হয়ে উঠুক নিখুঁত, নির্দাগ এবং জেল্লাদার!