TRENDING:

সুস্বাদু দামি এই সাদা সবজি বাজার থেকে কেনার দিন শেষ! করুন এই ২ জিনিস, ঘরেই তরতর করে ফলবে 'সাদা সোনা'!

Last Updated:
Mushroom At Home: অল্প জায়গায়, কম খরচে আর খুব বেশি পরিশ্রম না করেই বাড়িতে ফলানো যায় একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী সবজি—যার স্বাদও অতুলনীয়। আপনার বারান্দা বা ছাদেই তৈরি হয়ে যেতে পারে এক টুকরো সবুজ বাগান, যেখানে সহজেই এই ছাতার মতো দেখতে উপাদানটি ফলিয়ে নিতে পারেন। নিয়ম মেনে যত্ন নিলেই মিলবে চমৎকার ফলন।
advertisement
1/13
বাজার থেকে কেনার দিন শেষ! করুন এই ২ জিনিস, ঘরেই তরতর করে ফলবে 'সাদা সোনা'!
নীরবে জন্মায়, নীরবেই বিস্তার। না ফুল, না ফল, অথচ প্রকৃতির বুকে ভেসে ওঠে এক অন্যরকম অস্তিত্ব নিয়ে। এমন এক সবজি যা খেতেও ভাল এবং লাগে নানা কাজে! তবে বাজারে দাম ভালই। যদি বাড়ির বারান্দায় ফলানো যায় এত সহজে! তাহলে তো আর সমস্যা নেই! শিখে নিন সহজ উপায়। 
advertisement
2/13
ভেজা জমিতে, পচা পাতার নিচে, অন্ধকার কোণায়—যেখানে চোখ পড়ে না, সেখানেই তার আস্তানা। না গাছ, না জন্তু, অথচ দু’দিকের বৈশিষ্ট্যই তার শরীরে লুকিয়ে। কেউ বলে খাদ্য, কেউ বলে বিষ। কেউ আবার মুগ্ধ হয়ে ওঠে তার ঔষধি শক্তিতে।
advertisement
3/13
বুঝতেই পারছেন, কথা হচ্ছে মাশরুমের! মাত্র দুটি উপকরণে বাড়ির বারান্দায় চাষ করুন অর্গানিক মাশরুম, ২০ দিন পরই ফুটবে ‘সাদা সোনা’!
advertisement
4/13
ঘরেই মাশরুম চাষ: মাশরুম এমন এক সবজি, যা প্রায় সকলেই পছন্দ করেন। অনেকেই একে নিরামিষাশীদের নন-ভেজ বলেন। এর স্বাদ এতটাই অনন্য যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। তবে বাজারে এর দামের কারণে অনেকেই দ্বিধায় পড়েন।
advertisement
5/13
কিন্তু এখন দারুণ খবর—খুব সহজেই আপনি এটি বাড়ির বারান্দা বা উঠোনেই চাষ করতে পারবেন, তাও মাত্র দুটি উপকরণে, এক টাকাও বেশি খরচ না করেই। শুধু অপেক্ষা ২০ দিনের।
advertisement
6/13
মাশরুম বিভিন্নভাবে খাওয়া যায়—স্যান্ডউইচ, পাস্তা, রাইস, অথবা তরকারি হিসেবেও। যেভাবেই খাওয়া হোক না কেন, এটি স্বাদে ও গুণে সমৃদ্ধ। একদিকে যেমন স্বাস্থ্যকর, তেমনই অন্যদিকে খেতে দারুণ।
advertisement
7/13
মাশরুম চাষের জন্য কী কী লাগবে? মাশরুম চাষ করতে আপনার জমির প্রয়োজন নেই। আপনি এটি ঘরের বারান্দা, উঠোন বা এক কোণে খুব সহজেই করতে পারবেন। নিচে ধাপে ধাপে পদ্ধতি দেওয়া হল। 
advertisement
8/13
✅ যা যা লাগবে: Spawn (মাশরুমের বীজ) – অনলাইনে বা কৃষি দোকানে পাওয়া যায়। Substrate (ভিত্তি) – গম/ধানের খড় বা করাতের গুঁড়ো। এর সঙ্গে লাগবে একটি জলের স্প্রে বোতল, যেটা দিয়ে নিয়মিত জল ছিটাতে হবে।
advertisement
9/13
🔧 পদ্ধতি: খড় বা করাতের গুঁড়ো ৮-১০ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর জল ঝরিয়ে ভালোভাবে শুকিয়ে নিন যাতে খুব ভিজে না থাকে। এবার এর সঙ্গে মাশরুমের বীজ (spawn) ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি একটি সाफ পলিব্যাগ, বালতি বা বাক্সে ভরে ফেলুন। যদি পলিথিনব্যাগ ব্যবহার করেন, তাহলে ছোট ছোট ছিদ্র করে দিন।
advertisement
10/13
☁️ সঠিক পরিবেশ: ঠান্ডা জায়গায় (২০-২৫°C), যেখানে সূর্যের আলো পড়ে না, অন্ধকার থাকে। প্রতিদিন ১-২ বার হালকা করে জল ছিটিয়ে দিন স্প্রে বোতলে। অতিরিক্ত জল দেবেন না, তাতে ফলন নষ্ট হতে পারে।
advertisement
11/13
⏳ ফলনের সময়: ৭-১০ দিনের মধ্যে ছোট ছোট মাশরুম গজাতে শুরু করবে। ১৫-২০ দিনেই প্রথম ফসল পেয়ে যাবেন। কাটা সময় সাবধানে কাটুন যাতে মূল গাছ ঠিক থাকে, আবার ফলন পাওয়া সম্ভব হয়।
advertisement
12/13
🌱 উপকারিতা: একদম প্রাকৃতিক ও অর্গানিক মাশরুম। খরচ প্রায় নেই বললেই চলে। ঘরে বসেই স্বাস্থ্যকর সবজি উৎপাদনের অভিজ্ঞতা।
advertisement
13/13
ছোট জায়গায় বড় সম্ভাবনা! শুধু একটু ধৈর্য আর যত্নে আপনি নিজেই হয়ে উঠতে পারেন ঘরোয়া মাশরুম চাষের মাস্টার। চাইলে এই নিয়েই একটা ছোট স্টার্টআপও গড়ে তুলতে পারেন! বলুন তো, বারান্দার কোণেই যদি ‘সাদা সোনা’ ফলানো যায়, তাহলে আর বাজারে কেন ছুটতে হবে? 🌿🍄
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সুস্বাদু দামি এই সাদা সবজি বাজার থেকে কেনার দিন শেষ! করুন এই ২ জিনিস, ঘরেই তরতর করে ফলবে 'সাদা সোনা'!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল