TRENDING:

Greeting Cards: ভাঁজের মাঝে রাখা গোলাপ শুকিয়েছে কবেই...স্মার্টফোনের দৌরাত্ম্যে অতীতের হৃদস্পন্দন গ্রিটিংস কার্ড আজ ধূসর স্মৃতি

Last Updated:
Greeting Cards: হয়তো এটাই বিবর্তন।সময়ের চাকা ঘুরছে আপন গতিতে,আর তার সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে আমাদের অভ্যাস। একসময় যে আর্চিস গ্যালারি ছিল তরুণ হৃদয়ের স্পন্দন, আজ তা কেবলই এক ধূসর স্মৃতি।
advertisement
1/7
স্মার্টফোনের দৌরাত্ম্যে অতীতের হৃদস্পন্দন গ্রিটিংস কার্ড আজ ধূসর স্মৃতি
বছরের শেষে মনে পড়ে যাচ্ছে অঞ্জন দত্তের বিখ্যাত 'রঞ্জনা আমি আর আসবো না' গানের লাইনের কথাগুলি।​"রঞ্জনা আমি আর আসবো না..পাড়ার মোড়ের ওই আর্চিস গ্যালারি..দেখবে না আর আমায় কিনছে কোনো কার্ড..." এই গান যেন আজও আমাদের মনে গেঁথে আছে।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
কিন্তু ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে সেই আবেগ, হারিয়ে যাচ্ছে আর আর্চিস গ্যালারিগুলি।সত্যিই আজ আর বছরের শেষে বা বছরের শুরুতে সেভাবে কাউকে কার্ড কিনতে দেখা যায় না তার প্রিয় কোন রঞ্জনার জন্য।
advertisement
3/7
সবাই যেন আজ বন্দি হয়ে গেছে মুঠোফোনে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ট্রেন্ডে হারিয়ে যাচ্ছে সেই পুরনো আবেগ।সেখানেই সেরে নেন শুভেচ্ছা বিনিময় থেকে মনের আদান-প্রদান। বর্তমান প্রজন্মের অনেকেই প্রায় জানেনা দোকানে দাঁড়িয়ে পছন্দ করে প্রিয় মানুষের জন্য কার্ড কেনা আর তাতে নিজের মনের কথা লিখে দেওয়ার আনন্দ।
advertisement
4/7
আগে ভ্যালেন্টাইন্স ডে হোক বা বছরের শেষ বিশেষ দিনগুলিতে প্রতিটি দোকানের বাইরেই প্রায় দেখা যেত গিটিংস কার্ড বিক্রির হিরিক। কিন্তু বর্তমানে আর সেভাবে নেই চাহিদা তাই ধীরে ধীরে কমেছে কার্ডের দোকানের সংখ্যাও। বর্ধমানে কয়েকটি দোকানে বছরের শেষে অথবা শুরুতে কার্ড বিক্রি করলেও ফাঁকা দোকান বিক্রি প্রায় নেই বললেই চলে।
advertisement
5/7
কার্ড বিক্রেতা নিমাই চন্দ্র সেন, আগে বছরের শেষে বা শুরুতে প্রচুর ভিড় হত, ছোট থেকে বড় সকলেই ভিড় জমাতেন দোকানে। বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে-র সময় কার্ডের চাহিদা থাকতো তুঙ্গে। কিন্তু এখন বিক্রি প্রায় নেই বললেই চলে। দু-একজন আসেন হয়ত কার্ড কিনতে। সামনের বছর হয়ত সেটা আর থাকবে না। এখন সবাই স্মার্ট ফোনে আটকে গেছে।
advertisement
6/7
বিক্রেতা চিত্তরঞ্জন দে বলেন,৩০০ টাকা পর্যন্ত কার্ড আছে। কার্ড শুরু মাত্র ২ টাকা থেকে কিন্তু তাও কিনছে না কেউ। বর্তমান প্রজন্মের অনেকেই আর জানে না সেই পুরনো দিনের আবেগের কথা। আগে একটা সময় ছিল এই দিনগুলিতে ভিড় সামলাতে হিমশিম খেতাম। এখন তো লোক আসার অপেক্ষা করি।
advertisement
7/7
হয়তো এটাই বিবর্তন। হাতে লিখে মনের কথা জানানো,কার্ডের ভেতর লুকিয়ে রাখা গোলাপের পাপড়ি, আর প্রিয় মানুষের দেওয়া সেই রঙিন কাগজের গন্ধ সবই আজ ডিজিটাল স্ক্রিনে আর ইমোজিতে বন্দী। মুঠোফোনের এক ক্লিকে শুভেচ্ছা পাঠানো হয়ত অনেক বেশি সহজ এবং দ্রুত, কিন্তু সেই কার্ড বেছে নেওয়ায় যে গভীর আবেগ মিশে ছিল, তা আজ প্রায় হারিয়ে গেছে।সময়ের চাকা ঘুরছে আপন গতিতে,আর তার সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে আমাদের অভ্যাস। একসময় যে আর্চিস গ্যালারি ছিল তরুণ হৃদয়ের স্পন্দন, আজ তা কেবলই এক ধূসর স্মৃতি। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Greeting Cards: ভাঁজের মাঝে রাখা গোলাপ শুকিয়েছে কবেই...স্মার্টফোনের দৌরাত্ম্যে অতীতের হৃদস্পন্দন গ্রিটিংস কার্ড আজ ধূসর স্মৃতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল