Jhargram: প্রেম, রোম্যান্স বাঁধ মানবে না! জঙ্গলমহলে কাপল ফ্রেন্ডলি এই জায়গা এখন আকর্ষণের কেন্দ্রে
- Reported by:BUDDHADEV BERA
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Jhargram Tourism: জঙ্গলমহলের পর্যটকদের চোখের আড়াল হয়ে রয়েছে সবুজ শাল জঙ্গলের মধ্যে সবুজ জলরাশির জলাধার কালিয়া। সঙ্গিনীর সঙ্গে সময় কাটানোর সেরা ডেস্টিনেশন। পাওয়া যাবে রোমাঞ্চক অনুভূতি।
advertisement
1/5

*পর্যটকদের চোখের আড়াল হয়ে রয়েছে অরণ্য সুন্দরীর মনোরম পরিবেশের আচ্ছাদনে ঘেরা একটি সবুজ আভাযুক্ত জলরাশি। তিন দিকে রয়েছে গাঢ় সবুজ শালের জঙ্গল এবং একদিকে রয়েছে ধানের জমি। জলরাশির পাশে দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে সারি সারি তালগাছ। দুপুরবেলায় সূর্যাস্ত তাল গাছে পড়লেই আস্ত তাল গাছের প্রতিচ্ছবি দেখা যায় সবুজ আভাযুক্ত জলরাশির বুকে। প্রতিবেদনঃ বুদ্ধদেব বেরা। ফাইল ছবি।
advertisement
2/5
*পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা হল অন্য সুন্দরী ঝাড়গ্রাম। সবুজ শাল জঙ্গল ও পাহাড়ের টানে প্রায় সারা বছর পর্যটকের ঢল নামে অরণ্য সুন্দরীতে। সুপরিচিত পর্যটন স্থল ঘাগড়া জলপ্রপাত, খাঁদারাণী লেক, গাড়রাসিনি পাহাড়, কাঁকড়াঝোড় ভ্রমণের পাশাপাশি পর্যটকরা এক ফাঁকে ঘুরে আসতে পারে কালিয়াম জলাধার থেকে। ফাইল ছবি।
advertisement
3/5
*ঝাড়গ্রাম শহর থেকে সোজা চলে যেতে হবে শিলদার রাস্তা ধরে। শিলদা যাওয়ার কিছুটা আগেই মালাবতী গ্রামের ডানদিকে সোজা চলে যাচ্ছে কালিয়াম জলাধার যাওয়ার রাস্তা। ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে রয়েছে এই জলাধারটি। ফাইল ছবি।
advertisement
4/5
*মনোরম পরিবেশ উপভোগ করার জন্য যে সমস্ত পর্যটকরা এই জায়গা সম্পর্কে অবগত তাঁদের ভিড় মাঝেমধ্যেই লক্ষ্য করা যায় এই জলাধারে। স্থানীয় মানুষজন পিকনিকের মরশুমে পিকনিক করে থাকে। বিকেল বেলায় পরিযায়ী পাখিদের পাশাপাশি নানা পাখি দেখা যায় এই জলাধারে। ফাইল ছবি।
advertisement
5/5
*জানা গিয়েছে, একটা সময় শাল জঙ্গলের মধ্যে থাকা লাল মোরামের স্তূপ থেকে প্রচুর পরিমাণে মোরাম তোলা হয়। মোরাম উত্তরণের ফলে বৃহৎ একটি গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির জল জমা হতে হতে বর্তমান সময়ে এখন একটি পূর্ণাঙ্গ জলাশয়ে পরিণত হয়েছে পরিত্যক্ত মোরাম খাদানটি। আজ এই পরিত্যক্ত মোরাম খাদানটি পর্যটকদের কাছে পর্যটনস্থল হিসেবে আত্মপ্রকাশ করছে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jhargram: প্রেম, রোম্যান্স বাঁধ মানবে না! জঙ্গলমহলে কাপল ফ্রেন্ডলি এই জায়গা এখন আকর্ষণের কেন্দ্রে