Green Coconut Water Side Effects: যতই গরম পড়ুক, ডাবের জল ভুলেও খাবেন না এঁরা! জানুন কারা এই পানীয় ছুঁলেই সর্বনাশ, হবে চরম বিপদ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Green Coconut Water Side Effects: উপকারী হলেও কিছু ক্ষেত্রে ডাবের জল ক্ষতিকারক। সে বিষয়েও সতর্ক করেছেন পুষ্টিবিদ ও বিশেষজ্ঞরা। জানুন সে বিষয়ে।
advertisement
1/10

গরমকালে ডাবের জলের উপকারিতার শেষ নেই। শরীরকে হাইড্রেটেড রাখে। ত্বক হয়ে ওঠে দাগহীন এবং উজ্জ্বল। অনেকেই আমরা রোজ ডাবের জলে চুমুক দিই। কিন্তু সেটা আদপে ক্ষতিকর।
advertisement
2/10
পুষ্টিবিদ আমন পুরী বলছেন ডাবের জল খুবই পুষ্টিকর। বহু খাদ্যগুণে ভরপুর। শরীরকে হাইড্রেটেড রাখে। কিন্তু অতিরিক্ত খেলে হিতে বিপরীত হবে।
advertisement
3/10
আরও কিছু ক্ষেত্রে ডাবের জল ক্ষতিকারক। সে বিষয়েও সতর্ক করেছেন আমন পুরী। তিনি বলেন ডাবের জলে পটাশিয়াম বেশি। শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য নষ্ট করতে পারে।
advertisement
4/10
অনিয়মিত হার্টবিট এবং কিডনির সমস্যাও বাড়িয়ে তুলতে পারে ডাবের জল খাওয়ার অভ্যাস।
advertisement
5/10
কিডনির জটিলতা থাকলে শরীরে হাইপারক্যালেমিয়ার কারণ হতে পারে ডাবের জল।
advertisement
6/10
হাই প্রেশার থাকলেও ডাবের জল খাওয়া যাবে না। কারণ এই পানীয়ের অতিরিক্ত সোডিয়াম প্রেশার নিয়ন্ত্রণে বাধা দেবে।
advertisement
7/10
আবার ডাবের জলে অতিরিক্ত পটাশিয়াম দ্রুত হারে কমিয়ে দিতেও পারে ব্লাড প্রেশার।
advertisement
8/10
এক কাপ ডাবের জলে শর্করা আছে ৬.২৬ গ্রাম। তাই ব্লাড সুগারেও রোজ এই পানীয় পান করা অনুচিত।
advertisement
9/10
অন্যান্য ফলের রস বা সফট ড্রিঙ্কসের তুলনায় ডাবের জলে শর্করা কম। কিন্তু ক্যালোরি বেশি। তাই মধুমেহ রোগীদেরও বুঝে শুনে পান করা উচিত।
advertisement
10/10
বদহজম, গ্যাস, পেট ফেঁপে ওঠার মতো সমস্যার কারণও হতে পারে ডাবের জল। শরীরচর্চার পরও ডাবের জলের তুলনায় বেশি স্বাস্থ্যকর সাধারণ জল। কারণ তাতে নুনের পরিমাণ বেশি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Green Coconut Water Side Effects: যতই গরম পড়ুক, ডাবের জল ভুলেও খাবেন না এঁরা! জানুন কারা এই পানীয় ছুঁলেই সর্বনাশ, হবে চরম বিপদ