Green Chillies with Rice: রোজ ভাতের সঙ্গে কামড়ে কাঁচালঙ্কা খান? জানুন শরীরের কী হচ্ছে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Green Chillies with Rice: কাঁচালঙ্কা ভারতীয় রান্নার অন্যতম অঙ্গ। খাবারের স্বাদগন্ধ বাড়াতে কাঁচালঙ্কা অতুলনীয়
advertisement
1/6

কাঁচালঙ্কা ভারতীয় রান্নার অন্যতম অঙ্গ। খাবারের স্বাদগন্ধ বাড়াতে কাঁচালঙ্কা অতুলনীয়। জানেন কি কাঁচালঙ্কা গুণেরও আধার। সংবাদমাধ্যমে বলছেন পুষ্টিবিদ বৈশালী ভার্মা।
advertisement
2/6
ঠান্ডায় রোজ একটি করে কাঁচালঙ্কা খান। দূরে থাকবে শত মরশুমি অসুখ। ভিটামিন এ, ভিটামিন বি-৬, ভিটামিন কে এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট, পটাশিয়াম, থায়ামিন, আয়রন, কপার প্রচুর পরিমাণে আছে।
advertisement
3/6
কাঁচালঙ্কা ঝাল হয় ক্যাপসাইসিন জৈব যৌগের জন্য। এই অ্যান্টিঅক্সিড্যান্ট কোলেস্টেরল মাত্রা ও স্থূলতাকে নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত মেদকে কমিয়ে ওজন ঝরাতে সাহায্য করে।
advertisement
4/6
ডায়েটিশিয়ান বৈশালীর মতে ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে কাঁচালঙ্কা। এতে আছে ক্লোরোফিল এবং ক্যারোটেনয়েড। টাইপ টু ডায়াবেটিস এবং হৃদরোগ নিয়ন্ত্রিত হয় এই উপাদানের জেরে।
advertisement
5/6
অ্যাসকরবিক অ্যাসিড বা ভিটামিন সি জোরদার অ্যান্টিঅক্সিড্যান্ট। চেহারায় অকালবার্ধক্য রোধ করে কাঁচালঙ্কা। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেম্যাশন, অ্যান্টি অ্যালার্জি এবং অ্যান্টি অক্সিড্যান্ট বৈশিষ্ট্য ত্বককে সজীব রাখে।
advertisement
6/6
শীতে মরশুমি রোগব্যাধি বেড়ে যায় অনেকটাই। নিয়মিত অথচ পরিিমত পরিমাণে কাঁচালঙ্কা খেলে গাঁটের যন্ত্রণা কমায়। তৈরি করে রোগ প্রতিরোধ শক্তি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Green Chillies with Rice: রোজ ভাতের সঙ্গে কামড়ে কাঁচালঙ্কা খান? জানুন শরীরের কী হচ্ছে