150 Eggs Per Month: মাসে ১৫০টি বদলে দিয়েছে ৫৩ বছরের ঠাকুমার জীবন, তুমুল ফিট ও সুন্দরী অর্ধেক বয়সীরাও কয়েক গোল খাবেন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
150 Eggs Per Month: ঠাকুমার সঙ্গে কোনও দিকেই পাত্তা করতে পারেন না তাঁর থেকে অর্ধেক বয়সী মহিলারাও
advertisement
1/8

আন্দ্রেয়া সানশাইন তিনি ঠাকুমা, কিন্তু অংশেই মনে হয়না যে তিনি ঠাকুমা ৷ সুস্থ শরীর বারেবারে অনুপ্রাণিত করে সবাইকে ৷ বিবাহ বিচ্ছেদের মত ঘটনাও তাঁকে লক্ষচ্যুত করতে পারেনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/8
ভাবনা শুধুই নয় ভাবনার ধার কাছ দিয়ে যায়না কখনও ৷ ৫৩ বছরের এক মহিলার এমন সুগঠিত শরীর যেন বারেবারে বলে দেয় তাঁর বয়স যেন অর্ধেক ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
advertisement
3/8
আন্দ্রেয়া সানশাইন তাঁর সম্বন্ধে প্রচলিত আছে তিনি অর্ধেক ডাচ ও অর্ধেক বার্জিলিয়ান ৷ জিমে শরীরী কসরৎ নিষ্ঠার জীবনের কারণেই এই বয়সেই চাবুকের মত শরীর তাঁর ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
দিনে তিনি আট-দশবার খাবার খান যার ফলে শরীরের জন্য ৩,৫০০ ক্যালোরি যোগান নিজেই দিয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
ব্রোকলি, বিনস, দানাশস্য, ডিমের সাদা অংশ, ফুলকপি, বাঁধাকপি ও পালংশাক থাকে তাঁর খাদ্য তালিকায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
এখানেই শেষ নয় তিনি শরীর ভাল রাখার জন্য প্রতি মাসে ১৫০টি করে ডিম খান ৷ দিনে চার লিটার করে জল পান করেন তিনি ৷ এইসব তাঁর সুস্বাস্থ্যের রহস্য ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
তাঁর গ্র্যান্ড চাইল্ড জানিয়েছেন ঠাকুমার এই জীবনযাপনই তাঁকে এতখানি ফিট রেখেছে বহু মানুষই তাঁর বয়স বলতে ভুল করেন ৷ কেউ বলেন তিনি ৩০ বছরের তো কেউ বলেন ৩৫ বছরের ৷ বহু পুরুষের ক্রাশ তিনি ৷ প্রতীকী ছবি
advertisement
8/8
তাঁর ঠাকুমার সঙ্গে কোনও দিকেই পাত্তা করতে পারেন না তাঁর থেকে অর্ধেক বয়সী মহিলারাও ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
150 Eggs Per Month: মাসে ১৫০টি বদলে দিয়েছে ৫৩ বছরের ঠাকুমার জীবন, তুমুল ফিট ও সুন্দরী অর্ধেক বয়সীরাও কয়েক গোল খাবেন