TRENDING:

গুগলের নয়া ঘড়ি “Google Coach”, হয়ে উঠতে পারে আপনার ফ্যামিলি ফিজিশিয়ান

Last Updated:
advertisement
1/7
গুগলের নয়া ঘড়ি “Google Coach”, হয়ে উঠতে পারে আপনার ফ্যামিলি ফিজিশিয়ান
গুগল এখন আমার-আপনার জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত ৷ এবার গুগল এমন এক ঘড়ি আনতে চলেছে যে আপনাক পারিবারিক চিকিৎসক থেকে ডায়েটিশিয়ান সকলকেই ছুটি করে দিতে পারে ‘‘google coach’’৷ Picture Source:Collected
advertisement
2/7
গুগল এখন এই ‘‘google coach’’কে নিয়ে শেষ পর্যায়র কাজ করছে ৷ আপনার শারীরিক খুঁটিনাটির প্রতি মুহূর্তের খোঁজ খবর রাখবে ৷ তবে এটা শুধুমাত্র এক্সসারসাইজ ট্র্যাকার হবে না ৷ Picture Source:Collected
advertisement
3/7
এর আগে ফিটবিট সহ একাধিক এই ধরণের ফিটনেস মেজারমেন্ট মাপক ঘড়ি বাজারে আছে ৷ যারা ঘুমের পরিমাপ থেকে হার্টবিট সবই মাপা যেতে ৷ Picture Source:Collected
advertisement
4/7
এই ফিটনেস ট্র্যাকার আপনার ভালোমন্দের খেয়াল রাখবে ৷ আপনারী হার্টরেট -পালস রেট সবকিছু দেখে আপনার ভৌগোলিক অবস্থান দেখে আপনার খাওয়াদাওয়ার সূচি বলে দেবে ৷ আরও বাতলে দেবে বাজার থেকে আপনাকে কী কিনতে হবে ৷ Picture Source:Collected
advertisement
5/7
এই মুহূর্তে গুগলের ফিট অ্যাপ খানিকটা এই ধরণের কাজ করে ৷ কিন্তু সেটা শুধুই বিভিন্ন সংখ্যা ছাড়া উপভোক্তাদের আর কিছুই দেয় না ৷ Picture Source:Collected
advertisement
6/7
গুগল কোচ প্রচলিত সব পিটনেস মাপক গেজেটকে সরিয়ে একদম ফেলে দেবে এমনটাই মত বিশেষজ্ঞদের ৷ প্রাথমিকভাবে Wear OS প্রযুক্তির সাহায্যে কাজ করবে এই ঘড়ি৷ তবে পরের পর্যায়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও নিজেদের ফোনের সাহায্যে এটি ব্যবহার করতে পারবেন ৷ Picture Source:Collected
advertisement
7/7
আর নিজের সুগার-প্রেসার এই সবকিছু মাপার জন্য ঘন ঘন চিকিৎসকের কাছে দৌড়তে হবে না ৷ এমনকি মরশুম বদলের সঙ্গে সঙ্গে খাবার হ্যাবিটও এই বলে দেবে গুগল কোচ ৷ Picture Source:Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
গুগলের নয়া ঘড়ি “Google Coach”, হয়ে উঠতে পারে আপনার ফ্যামিলি ফিজিশিয়ান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল