Skin Care: কনকনে শীতেও আয়নার মতো উজ্জ্বল ত্বক! ব্রণ-দাগের চির ছুটি, ঘরোয়া এই ট্রিকেই বাজিমাত
- Published by:Shubhagata Dey
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Winter Skin Care Routine:: নিম্নমুখী তাপমাত্রার পারদ আর শুষ্ক বাতাসের কারণে মুখের ত্বক থেকে আর্দ্রতা ও ন্যাচারাল অয়েল গায়েব হয়ে যায়, যার কারণে ত্বক শুষ্ক, নিস্তেজ ও ড্যামেজড হতে শুরু করে।
advertisement
1/10

*প্রচণ্ড ঠান্ডায় ত্বকের যত্ন নেওয়া একটি বড়সড় চ্যালেঞ্জ। এই সময় নিম্নমুখী তাপমাত্রার পারদ আর শুষ্ক বাতাসের কারণে মুখের ত্বক থেকে আর্দ্রতা ও ন্যাচারাল অয়েল গায়েব হয়ে যায়, যার কারণে ত্বক শুষ্ক, নিস্তেজ ও ড্যামেজড হতে শুরু করে। আর মুখের ত্বকের শোচনীয় অবস্থার কারণে পার্টি কিংবা কোনও অনুষ্ঠানে যাওয়ার আত্মবিশ্বাস হারিয়ে যেতে পারে। ফাইল ছবি।
advertisement
2/10
*তবে চিন্তার কোনও কারণ নেই। আসলে কিছু সহজ ঘরোয়া প্রতিকারের সাহায্যে নিজের মুখকে আবার জেল্লাদার করা যেতে পারে। শীতের দিনে ত্বকের ক্ষতির প্রধান কারণ হল-ঠান্ডা এবং শুষ্ক বাতাস, যা মুখের ন্যাচারাল অয়েল নষ্ট করে দেয়। ফাইল ছবি।
advertisement
3/10
*ময়েশ্চারাইজার লাগানো হলে ত্বক স্বস্তি পায় ঠিকই, কিন্তু জেল্লা ফিরিয়ে আনার জন্য প্রচুর কসরত করতে হয়। এমন পরিস্থিতিতে বাজারে পাওয়া পণ্যের তুলনায় ঘরে তৈরি ফেসপ্যাক হতে পারে দারুণ বিকল্প। ফাইল ছবি।
advertisement
4/10
*চালের গুঁড়ো এবং দইয়ের ফেস প্যাক: এই ফেসপ্যাকটি ত্বকে পুষ্টি জোগায় এবং ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনার ক্ষেত্রেও দুর্দান্ত। একটি পাত্রে ২ চামচ চালের গুঁড়ো নিতে হবে, ২ চামচ তাজা দই মেশাতে হবে। এর পর দুটো উপকরণই ভাল করে মিশিয়ে নিতে হবে। প্রথমে চালের গুঁড়ো আর দইয়ের এই মিশ্রণটি মুখে লাগিয়ে নিতে হবে। এটি ১৫ মিনিটের জন্য ত্বকে লাগিয়ে শুকোনোর জন্য অপেক্ষা করতে হবে। এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। ফাইল ছবি।
advertisement
5/10
*চালের গুঁড়ো, দই, গ্লিসারিন এবং মধুর ফেসপ্যাক: এই ফেসপ্যাকটি ত্বককে গভীর ভাবে ময়েশ্চারাইজ করে এবং নিস্তেজ ত্বকে আনে জেল্লা। প্রথমে ২ চামচ চালের গুঁড়ো নিতে হবে, তার মধ্যে ২ চামচ টক দই, ২ ফোঁটা গ্লিসারিন এবং ১ চামচ মধু মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণ মুখে লাগিয়ে নিতে হবে।এরপর ১৫ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে ফেলুন। ফাইল ছবি।
advertisement
6/10
*Local18-এর সঙ্গে আলাপচারিতার কালে সৌন্দর্য বিশেষজ্ঞ আরজু খান বলেন যে, শীতে ত্বকের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ঘরে তৈরি ফেসপ্যাক শীতকালে ত্বকে পুষ্টি জোগানোর জন্য একটি নিরাপদ এবং কার্যকর উপায়। এই ফেসপ্যাকগুলি সপ্তাহে অন্তত তিন বার ব্যবহার করতে হবে। এর নিয়মিত ব্যবহারে এক সপ্তাহের মধ্যে ত্বকের উন্নতি দেখা দিতে শুরু করবে। এছাড়াও সারা দিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এবং ত্বককে হাইড্রেটেড রাখতে হবে। ফাইল ছবি।
advertisement
7/10
*শীতের মরশুমে ত্বকের যত্নের জন্য অতিরিক্ত টিপস: ময়েশ্চারাইজারের ব্যবহার এবং প্রত্যেক বার মুখ ধোওয়ার পরে ময়েশ্চারাইজার লাগাতে হবে। ফাইল ছবি।
advertisement
8/10
*সানস্ক্রিন ভুললে চলবে না: শীতকালেও সূর্যের রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। তাই সানস্ক্রিন এড়িয়ে চলা একেবারেই চলবে না। ফাইল ছবি।
advertisement
9/10
*স্বাস্থ্যকর খাবার: ভিটামিন-ই এবং ভিটামিন-এ রয়েছে, এমন খাবার ত্বককে সুস্থ রাখতে সহায়ক। ফাইল ছবি।
advertisement
10/10
*ঈষদুষ্ণ জল: শীতের মরশুমে মুখ ধোওয়ার জন্য অতিরিক্ত গরম জল এড়িয়ে চলতে হবে। তার পরিবর্তে বরং ঈষদুষ্ণ জল ব্যবহার করতে হবে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care: কনকনে শীতেও আয়নার মতো উজ্জ্বল ত্বক! ব্রণ-দাগের চির ছুটি, ঘরোয়া এই ট্রিকেই বাজিমাত