নামটা শুনলে হাঁ হয়ে যাবেন! এটাই পৃথিবীর সবথেকে বড় নামের রেলস্টেশন... কোথায় আছে জানেন?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
২০১৯ সালে পুরাচ্চি থলাইভার ডঃ এম.জি. রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন নামে পুনঃনামকরণ করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী এম.জি. রামচন্দ্রনের সম্মানে এর নামকরণ।
advertisement
1/6

যে কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই প্রয়োজন। এসএসসি, ব্যাঙ্কিং, রেল এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এধরনের অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।
advertisement
2/6
ভারতীয় রেলপথ বিশ্বের চতুর্থ বৃহত্তম ট্রেন নেটওয়ার্ক। দেশজুড়ে ১,১৪,৫০০ কিলোমিটার ট্র্যাক এবং প্রায় ৭,৫০০ থেকে ৮,০০০টি স্টেশন রয়েছে। অল্প খরচে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ট্রেনের কোনও বিকল্প নেই।
advertisement
3/6
আপনি কি জানেন, কোন ভারতীয় রেলস্টেশনের নাম সবচেয়ে দীর্ঘ?
advertisement
4/6
তামিলনাড়ুর পুরাত্চি থলাইভার ডঃ এম.জি. রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন বা চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন (Chennai Central Railway Station) ভারতের সব রেলওয়ে স্টেশনের মধ্যে সবচেয়ে বড় নামবিশিষ্ট স্টেশন!
advertisement
5/6
২০১৯ সালে পুরাচ্চি থলাইভার ডঃ এম.জি. রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন নামে পুনঃনামকরণ করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী এম.জি. রামচন্দ্রনের সম্মানে এর নামকরণ।
advertisement
6/6
এটি সাউদার্ন রেলওয়ের চেন্নাই ডিভিশনের অধীনে NSG-1 ক্যাটাগরির স্টেশন। এছাড়াও, এই স্টেশনটি শহরের প্রধান টার্মিনাল হিসেবে কাজ করে এবং এটি দক্ষিণ ভারতের অন্যতম ব্যস্ত রেলস্টেশন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
নামটা শুনলে হাঁ হয়ে যাবেন! এটাই পৃথিবীর সবথেকে বড় নামের রেলস্টেশন... কোথায় আছে জানেন?