Ginger in Weight Loss: আদায় চিপে দিন ১ চামচ এই রস! খেলেই ওজন কমবে হুড়মুড়িয়ে! রইল রোগা হওয়ার জবরদস্ত ফর্মুলা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Ginger in Weight Loss: হজমের উন্নতি এবং মেদ কমানোর বিভিন্ন উপায় রয়েছে। এখানে পেটের মেদ দূর করার সেরা রেসিপিটা দেওয়া হল।
advertisement
1/6

ওজন কমাতে চাইলে আদার সঙ্গে খেতে হবে লেবু। এই দুটো উপাদান একসঙ্গে বিস্ময়কর কাজ করতে পারে।
advertisement
2/6
লেবুতে রয়েছে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিড্যান্টের গুণাগুণ, যা আদার সঙ্গে মিলিত হয়ে দ্রুত ওজন কমাতে সাহায্য করে। বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর।
advertisement
3/6
হজমের উন্নতি এবং চর্বি কমানোর বিভিন্ন উপায় রয়েছে। এখানে পেটের চর্বি দূর করার সেরা রেসিপিটা দেওয়া হল। এক লিটার গরম জলে ১ টেবিল চামচ গ্রেট করা আদা, ৩ টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সকালে খালি পেটে পান করতে হবে।
advertisement
4/6
২ কাপ জলে ১ চামচ গ্রেট করা আদা দিয়ে ফোটাতে হবে। তারপর জলটা ছেঁকে নিয়ে তাতে ১ টেবিল চামচ লেবুর রস এবং অল্প দারচিনি মিশিয়ে দুপুরের খাবার পর খেতে হবে। এতে পেট ফাঁপাও কমে যাবে।
advertisement
5/6
একটি বড় বাটিতে ১ কাপ লেবুর রস, ১ টেবিল চামচ কালো মরিচ, ১ টেবিল চামচ আমচুর গুঁড়ো এবং স্বাদমতো রক সল্ট মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
advertisement
6/6
এবার আদাকে কিছুটা পুরু করে বা কিউব আকারে কেটে ওই মিশ্রণে ভিজিয়ে শুকোতে হবে রোদে। এবার সেগুলো লাঞ্চ বা ডিনারের পর মুখশুদ্ধির মতো ব্যবহার করতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ginger in Weight Loss: আদায় চিপে দিন ১ চামচ এই রস! খেলেই ওজন কমবে হুড়মুড়িয়ে! রইল রোগা হওয়ার জবরদস্ত ফর্মুলা