TRENDING:

Ginger garlic paste : বর্ষায় ফ্রিজে রাখা আদা রসুন বাটায় সবুজ রং ধরে যাচ্ছে? সমস্যা এড়াতে মিশিয়ে নিন এই উপাদান

Last Updated:
Ginger garlic paste : কিছু টিপস মানলে অবশ্য বর্ষাকালেও আদা রসুন বাটা তাজা রাখতে পারবেন দীর্ঘ দিন৷
advertisement
1/6
বর্ষায় ফ্রিজে রাখা আদা রসুন বাটায় সবুজ রং ধরে যাচ্ছে? মিশিয়ে নিন এই উপাদান
অনেকেই মশলা বেটে রেখে দেন ফ্রিজে ৷ কিন্তু বর্ষাকালে সেখানেও সমস্যা৷ বিশেষ করে আদা রসুন বাটা এ সময়ে ঠিকমতো রাখাও যায় না ৷ কিছু টিপস মানলে অবশ্য বর্ষাকালেও আদা রসুন বাটা তাজা রাখতে পারবেন দীর্ঘ দিন৷
advertisement
2/6
আদা রসুন বাটা শিলনোড়াতেই করুন বা মিক্সিতে, রাখবেন সব সময় এয়ারটাইট কৌটোয়৷ এতে মিশ্রণ তরতাজা থাকে ৷ অটুট থাকে গন্ধও৷
advertisement
3/6
আধুনিকাদের বেশ পছন্দ জিপলক ব্যাগও ৷ এয়ারটাইট কৌটোর মতো এতেও জিনিস তাজা থাকে ৷ আবার জিপ লক ব্যাগের দামও কম ৷
advertisement
4/6
নিতে পারেন পার্চমেন্ট পেপারও৷ দলা দলা করে আদা রসুন বাটা মুড়িয়ে রাখুন পার্চমেন্ট পেপারে ৷ যখন যেমন দরকার হবে ফ্রিজ থেকে নিয়ে রান্নায় দেবেন ৷
advertisement
5/6
আদা রসুন বাটায় নুন ও তেল অবশ্যই দেবেন ৷ এতে অনেক দিন ফ্রিজে রাখলেও আপনার পেস্ট শক্ত হয়ে যাবে না ৷ নুন ও তেল সব সময় সংরক্ষণের কাজ করে ৷
advertisement
6/6
অনেক সময় মশলার পেস্ট অনেক দিন রাখলে তাতে সবুজ আভা ধরে যায় ৷ সমস্যা এড়াতে মিশ্রণে দিন সামান্য ভিনিগার ৷ এর ফলে ছত্রাক বা পচনের মুখে পড়তে হবে না আপনার মশলার পেস্টকে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ginger garlic paste : বর্ষায় ফ্রিজে রাখা আদা রসুন বাটায় সবুজ রং ধরে যাচ্ছে? সমস্যা এড়াতে মিশিয়ে নিন এই উপাদান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল