Ginger (Adrak or Aada) Side Effects:উপকারী হলেও আদা খেলেই ঝাঁঝরা এঁদের শরীর! কারা এটা মুখে দিলেই সর্বনাশ? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ginger (Adrak or Aada) Side Effects: এত গুণের ভান্ডার হলেও আদার পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। জেনে নিন কারা কারা একদমই আদা খাবেন না।
advertisement
1/7

শীতে আদার উপকারিতার কোনও বিকল্প নেই। মাটির নীচে হওয়া এই কন্দজাতীয় এই মশলাকে বলা হয় সর্বরোগহরা।
advertisement
2/7
শরীরকে উষ্ণ রাখা, ব্লাড সুগার নিয়ন্ত্রণ, ত্বকের জেল্লা ধরে রাখা, ইনফ্লেম্যাশন রোধ, ওজন নিয়ন্ত্রণ-সহ একাধিক উপকারিতা আছে আদার।
advertisement
3/7
এত গুণের ভান্ডার হলেও আদার পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। জেনে নিন কারা কারা একদমই আদা খাবেন না। বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।
advertisement
4/7
সেন্সিটিভ স্টম্যাক, অ্যাসিড রিফ্লাক্স, পেপটিক আলসারের সমস্যা থাকলে আদা খাবেন না। এর ফলে অ্যাসিডিটি বাড়তে পারে।
advertisement
5/7
ব্লাড থিনিং-এর ওষুধ খেলে বা গলব্লাডারের সমস্যা থাকলে আদা খেলে বিপত্তি হতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন।
advertisement
6/7
অতিরিক্ত আদার রস খেলে হরমোনের মাত্রা ও ভারসাম্য নষ্ট হতে পারে। তাই অন্তঃসত্ত্বা এবং সদ্য যাঁরা মা হয়ে শিশুকে ব্রেস্টফিডিং করাচ্ছেন, তাঁরাও ডায়েটে পরিমিত আদা রাখুন।
advertisement
7/7
বুক জ্বলা, ডায়রিয়া, পেটে অস্বস্তি-সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে অনিয়ন্ত্রিত আদা খেলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ginger (Adrak or Aada) Side Effects:উপকারী হলেও আদা খেলেই ঝাঁঝরা এঁদের শরীর! কারা এটা মুখে দিলেই সর্বনাশ? জানুন