Hair Spa at Home: নামমাত্র টাকায় হেয়ার স্পা! কীভাবে জানুন, রেশমের মতো চুল পেতে আর পার্লারে না!
- Published by:Teesta Barman
Last Updated:
Hair Spa at Home: বায়ু দুষণ, কড়া রোদ, ধুলো আপনার চুলের ক্ষতি করে। চুলের ঔজ্জ্বল্য হারিয়ে নিস্তেজ হয়ে যায়। আর তাই মাসে অন্তত একবার এই ভাবে স্পা করা উচিত। এর ফলে চুলের ঔজ্জ্বল্য বাড়ে এবং চুল গজানো শুরু হয়।
advertisement
1/8

মাথায় শ্যাম্পু করা, কন্ডিশনার মাখা, মাথায় ম্যাসাজ করা, গরম জলের ভাপ নেওয়া, শেষে চুল ধুয়ে ফেলা। এতগুলি পদক্ষেপে চুলের স্পা সম্পন্ন হয়। আর তাই পার্লারে গিয়ে স্পা করালে চুল হয়তো সতেজ হয়, কিন্তু নিস্তেজ হয়ে পড়ে পকেট।
advertisement
2/8
তাই এত টাকা দিয়ে স্পা না করিয়ে নামমাত্র টাকায় বাড়িতেই স্পা করে তাক লাগিয়ে দিন সকলকে। পার্লারের থেকে কোনও অংশে কম নয় এই স্পা-এর ফলাফল।
advertisement
3/8
কয়েকটি উপাদান রাখুন হাতের কাছে। খুবই সহজলভ্য। অ্যালো ভেরা জেল, নারকেল তেল এবং গরম জল। বাড়িতে অ্যালো ভেরা গাছ থেকে একটি পাতা কেটে নিন। তাহলে কোনও টাকাই লাগবে না এর জন্য। না থাকলে দোকান থেকে কিনে আনুন।
advertisement
4/8
পাতাটি কেটে জেল বার করে একটি পাত্রে ঢালুন। তাতে এক টেবিল চামচ নারকেল তেল মেশান। একটা কাঁটা চামচ দিয়ে ভাল করে দু'টি উপাদানকে মিশিয়ে নিন। ঘন হয়ে যাবে মিশ্রণ। তৈরি হয়ে গেল স্পা-এর ক্রিম।
advertisement
5/8
এবার স্নানের আগে এই মিশ্রণটি আঙুলে অল্প অল্প করে নিয়ে সিঁথিতে লাগিয়ে নিন। চুলের গোড়ায় পুরো ক্রিম মাখা হলে ভাল করে নিজের মাথা ম্যাসাজ করে নিন।
advertisement
6/8
তার পর চুল বেঁধে নিয়ে ২০ মিনিট রেখে দিন। এর পর গরম জলে তোয়ালে চুবিয়ে জল চিপে নিন। সেই তোয়ালে এবার মাথায় মুড়ে নিন। দেখবেন, তোয়ালে যেন খুব গরম না হয়, তাতে আপনার চুলের ক্ষতি হতে পারে।
advertisement
7/8
১০ মিনিট পর চুল ধুয়ে নিন স্বাভাবিক তাপমাত্রার জলে। যদি স্পা-এর পরেই আপনাকে কোথাও বেরোতে হয়, তাহলে চুলে শ্যাম্পু করে নিন। যদিও স্পা-এর পরে শ্যাম্পু না করলেই উপকার বেশি পাবেন।
advertisement
8/8
স্পা-এর উপকারিতা অপরিসীম। বায়ু দুষণ, কড়া রোদ, ধুলো আপনার চুলের ক্ষতি করে। চুলের ঔজ্জ্বল্য হারিয়ে নিস্তেজ হয়ে যায়। আর তাই মাসে অন্তত একবার এই ভাবে স্পা করা উচিত। এর ফলে চুলের ঔজ্জ্বল্য বাড়ে এবং চুল গজানো শুরু হয়। তাছাড়া ম্যাসাজে মাথায় রক্ত চলাচল ভাল হয়। প্রাণ ফিরে পায় চুল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Spa at Home: নামমাত্র টাকায় হেয়ার স্পা! কীভাবে জানুন, রেশমের মতো চুল পেতে আর পার্লারে না!