General Knowledge Story: চুড়িতে কেন সেফটিপিন লাগিয়ে রাখেন মহিলারা? এর পিছনে কিন্তু অনেক বড় কারণ আছে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
General Knowledge Story: সেফটিপিন খুব জরুরি একটি জিনিস। যে কোনও সময় যে কোনও দরকারে এটি লাগে। যেহেতু মহিলারা শাড়ি বা সালওয়ার পরে থাকেন তাই আঁচল বা ওড়না পিন করারও দরকার পরে।
advertisement
1/5

বিবাহিত মহিলারা হাতে চুড়ি পরেন। শাঁখা, পলা, নোয়াও এর একটা অঙ্গ। বাঙালি-অবাঙালি সকলেরই চুড়ি পরার রীতি রয়েছে।
advertisement
2/5
সেফটিপিন খুব জরুরি একটি জিনিস। যে কোনও সময় যে কোনও দরকারে এটি লাগে। যেহেতু মহিলারা শাড়ি বা সালওয়ার পরে থাকেন তাই আঁচল বা ওড়না পিন করারও দরকার পরে।
advertisement
3/5
সেফটিপিন আত্মরক্ষার একটা হাতিয়ারও বটে। নানা সময় নানা পরিস্থিতিতে মেয়েদের একাধিক হেনস্থার শিকার হতে হয়। সেফটিপিন সেক্ষেত্রে একটা বড় ভরসা হতে পারে।
advertisement
4/5
তবে চুড়িতে পিন আটকাবেন না। জ্যোতিষমতে পিন যেহেতু লোহার তৈরি, এতে শনির প্রভাবে থাকে। তাই হাতে পিন আটকে রাখলে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে।
advertisement
5/5
সতর্কীকরণ- নিউজ ১৮ বাংলা কোনওরকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে সমর্থন করে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
General Knowledge Story: চুড়িতে কেন সেফটিপিন লাগিয়ে রাখেন মহিলারা? এর পিছনে কিন্তু অনেক বড় কারণ আছে