General Knowledge: কোন দেশ ভারতের '১' টাকায় '৫০০' দেয় বলুন তো...? ১০ হাজারেই ঘোরা যায় রাজার মতো! 'নাম' শুনলেই চমকাবেন, শিওর!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
General Knowledge: ভারতীয় রুপির মান দিন দিন কমছে বলে খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক দেশগুলির প্রভাব ও অর্থনৈতিক মন্দার মতো বিভিন্ন কারণ এর জন্য দায়ী। কিন্তু আপনি কি জানেন যে ভারতের এক টাকার মূল্য এই পৃথিবীর একটি দেশে ৫০০ টাকা? চলুন আজ এই প্রতিবেদনেই জেনে নেওয়া যাক কোন দেশ সেটি।
advertisement
1/15

ভারতীয় রুপির মান দিন দিন কমছে বলে খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক দেশগুলির প্রভাব ও অর্থনৈতিক মন্দার মতো বিভিন্ন কারণ এর জন্য দায়ী। কিন্তু আপনি কি জানেন যে ভারতের এক টাকার মূল্য এই পৃথিবীর একটি দেশে ৫০০ টাকা? চলুন আজ এই প্রতিবেদনেই জেনে নেওয়া যাক কোন দেশ সেটি।
advertisement
2/15
বিশ্ব অর্থনৈতিক বাজারে প্রতিটি দেশের অর্থের একটি মূল্য রয়েছে। বিশেষ করে, এক মার্কিন ডলারের মূল্য ৮৩ ভারতীয় টাকা অর্থাৎ এক মার্কিন ডলারের জন্য ভারতকে ৮৩ টাকা দিতে হবে। একই সঙ্গে ভারত ২৭১ টাকা দিলে কুয়েত দেবে এক দিনার। আবার ভারত ২২১ টাকা দিলে পাকিস্তান এক দিনার দেবে।
advertisement
3/15
অন্য দিকে আবার ভারত যদি ১ টাকা দেয়, এই বিশ্বের একটি দেশ আছে যারা আপনাকে তার বদলে ৫০০ টাকা দেয়। প্রাচীনকাল থেকেই ভারত এই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। কিন্তু কোন দেশ বলুন দেখি?
advertisement
4/15
বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই দেশটির অবস্থার অবনতি হচ্ছে দিন দিন। সেজন্যই ১ ভারতীয় রুপির মূল্য এদেশে অন্তত ৫০০ টাকা।
advertisement
5/15
আমরা যে দেশটির কথা বলছি তা বেশিরভাগ মানুষের কাছে খুবই পরিচিত। সেই দেশটি হল ইরান। অর্থনীতিতে শক্তিশালী হওয়া এবং বিশ্ব পরাশক্তিকে প্রচণ্ড চাপ দেওয়া সত্ত্বেও এর মুদ্রার মূল্য খুবই কম।
advertisement
6/15
ইরানের মুদ্রা রিয়াল-ই-ইরান নামে পরিচিত। ইরান ইংরেজিতে Rial নামে পরিচিত। প্রাচীনতম দেশগুলির মধ্যে একটি ইরানে রিয়ালের মান একসময় ছিল খুবই ভাল।
advertisement
7/15
তবে গত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে এর কদর ব্যাপকভাবে কমেছে। কারণ, কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এ দেশের উপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
advertisement
8/15
আর সেই কারণে অনেক দেশ যুক্তরাষ্ট্রের ভয়ে ইরান থেকে অপরিশোধিত তেল কেনে না। এ কারণে আন্তর্জাতিক বাজারে ইরানের অর্থনীতির দরপতন শুরু হয় ক্রমাগত।
advertisement
9/15
যদিও ইরানের অর্থনীতি এই মুহূর্তে মারাত্মক সংকটে রয়েছে, ভারতের সঙ্গে কিন্তু সুসম্পর্ক অব্যাহত রয়েছে ইরানের।
advertisement
10/15
এক ভারতীয় রুপি ৫০৭.২২ ইরানি রিয়ালের সমান। অন্য কথায়, একজন ভারতীয় যদি ১০,০০০ টাকা দিয়ে ইরানে যান, তবে তিনি সেই দেশে বিলাসিতা করেই রাজার হালে থাকতে পারবেন এবং আরামে গোটা দেশ ভ্রমণ করতে পারবেন নিশ্চিন্তে।
advertisement
11/15
এর কারণ এই দেশে একটি অত্যন্ত গ্র্যান্ড 5-স্টার হোটেলে থাকার জন্য প্রতিদিন মাত্র ৭,০০০ টাকা খরচ করতে হয়। কিন্তু মিড রেঞ্জের পাঁচতারা হোটেলে গেলে খরচ পড়বে মাত্র ২,০০০ থেকে ৪,০০০ টাকা। একইভাবে থ্রি ষ্টার হোটেলে গেলে খরচ হবে আরও অনেক কম।
advertisement
12/15
ইরান তাদের স্থানীয় মুদ্রায় ভারত-সহ মাত্র কয়েকটি দেশের সাথে ব্যবসা করে। ক্রমাগত শত্রুতার কারণে আমেরিকাও ডলার গ্রহণ করে না। সুতরাং, মার্কিন ডলার রাখা এদেশে সবচেয়ে বড় অপরাধ। এই নিষেধাজ্ঞার কারণে ইরানে মার্কিন ডলারের অবৈধ পাচার বেড়েছে।
advertisement
13/15
রিয়াল বিশ্বের প্রাচীনতম মুদ্রাগুলির মধ্যে একটি। রিয়াল, প্রথম ১৭৯৮ সালে প্রবর্তিত হয়েছিল, ১৮২৫ সালে ছাপা বন্ধ করে দেয় এবং তারপর পুনরায় জারি করা হয়। ২০১২ সাল থেকে আন্তর্জাতিক বাজারে ইরানি রিয়ালের মূল্য দ্রুত পতন হচ্ছে। কিন্তু সর্বকালের সর্বোচ্চ মূল্যস্ফীতির সঙ্গে পণ্যের দাম বেড়েছে।
advertisement
14/15
ইরানের মতো, সিয়েরা লিওনে, এক ভারতীয় রুপিতে ২৩৮.৩২ টাকা দেওয়া হয়। একইভাবে, ১ ভারতীয় রুপি ইন্দোনেশিয়ায় ১৯০ টাকার সমান। তাই ইন্দোনেশিয়া বেড়াতে গেলেও কম খরচে সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন।
advertisement
15/15
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
General Knowledge: কোন দেশ ভারতের '১' টাকায় '৫০০' দেয় বলুন তো...? ১০ হাজারেই ঘোরা যায় রাজার মতো! 'নাম' শুনলেই চমকাবেন, শিওর!